Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭তম লিগ শিরোপা জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩ ০২:৫০ | আপডেট: ১৫ মে ২০২৩ ১৩:২৬

২০১৮/১৯ মৌসুমে শেষবার স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের পর পেরিয়ে গেছে তিন মৌসুম। এর ভেতরে লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে নাম লিখিয়েছেন পিএসজিতে। তবে বার্সেলোনার লা লিগা জয়ের আক্ষেপ মিটছিল না। অবশেষে সেই আক্ষেপ শেষ হলো। ২০২২/২৩ মৌসুমের চার ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। এটি বার্সেলোনার ২৭তম লা লিগার শিরোপা।

রোববার (১৪ মে) এস্পানিওলকে ৪-২ গোলের ব্যবধানে উড়িয়ে শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। লা লিগার এখনো বাকি আরও চারটি করে ম্যাচ। তবে এর মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গেল বার্সা। আর তাতেই নিশ্চিত হলো লিগ শিরোপা।

বিজ্ঞাপন

লা লিগার ৩৪ ম্যাচ শেষে ২৭ জয়, ৪টি ড্র আর ৩ হারে বার্সেলোনার পয়েন্ট ৮৫। অন্যদিকে সমান ম্যাচে ২২ জয় ৫ ড্র আর ৭ হারে ৭১ পয়েন্ট নিয়ে যথারীতি দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। অর্থাৎ লিগে নিজেদের শেষ চার ম্যাচে হারলেও বার্সেলোনার পয়েন্ট থাকছেন ৯৫ আর রিয়াল মাদ্রিদ নিজেদের বাকি ম্যাচগুলোতে জিতলেও সর্বোচ্চ পয়েন্ট হবে ৮৩। সুতরাং কাতালান ক্লাবটি নিজেদের বাকি থাকা ম্যাচগুলো হারলে আর রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচ জিতলেও দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকবে বার্সা। এতেই বার্সেলোনার ২৭তম লা লিগার শিরোপা নিশ্চিত হলো।

আগের ২৬ শিরোপার ১০টিই বার্সেলোনা জিতেছে একবিংশ শতাব্দীতে; ক্লাবের ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসির উপস্থিতিতে। সেই হিসেবে ১৯৯৯ সালের পর এই প্রথম দলটি মেসিকে ছাড়া লিগ শিরোপার স্বাদ পেল।

এস্পানিওলের মাঠে রবার্ট লেভান্ডোফস্কির জোড়া আর বালদে এবং কুন্দের একটি করে গোলে ৪-২ ব্যবধানের বড় জয় পায় বার্সেলোনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

২০২২/২৩ মৌসুম বার্সেলোনা বনাম এস্পানিওল লা লিগা লা লিগা চ্যাম্পিয়ন স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর