সিরিজ নির্ধারণি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
১৪ মে ২০২৩ ১৫:২৫
চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের শেষটি মাঠে গড়াচ্ছে রোববার (১৪ মে)। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ। তাই তো শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।
সিরিজ নিশ্চিতের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ। আয়রল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রিউ বালবার্নি টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
এদিন বাংলাদেশ দলে তিন পরিবর্তন এসছে। এদিন অভিষেক হচ্ছে বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং রনি তালুকদারের। এছড়া একাদশে ফিরেছেন মোতাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ—
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ—
পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু ব্যালবার্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও গ্রাহাম হিউম।
সারাবাংলা/এসএস