নতুন বলে আগুন ঝড়াচ্ছেন হাসান মাহমুদ
১২ মে ২০২৩ ১৮:৫৩ | আপডেট: ১২ মে ২০২৩ ১৯:০১
পেসারদের জন্য ইংল্যান্ডের পিচ বরাবরই আদর্শ। সুন্দর পিচ পেয়ে দুর্দান্তভাবে কাজে লাগাচ্ছেন তরুণ পেসার হাসান মাহমুদ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে আগুন ঝড়িয়েছিলেন হাসান। আজ দ্বিতীয় ওয়ানডেতেও হাসানের বিপক্ষে ভুগছেন আইরিশ ব্যাটাররা। আগে বোলিং করতে নেমে শুরুতেই আয়ারল্যান্ডের দুই উইকেট তুলে নিয়েছেন হাসান।
শুক্রবার (১২ মে) চেমসফোর্ড বৃষ্টির কারণে ঠিক সময়ে খেলা শুরু হয়নি। টসের আগে নেমে আসে বৃষ্টি। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ৪৫ ওভারে। টস জিতে আগে বোলিং করতে নামা বাংলাদেশকে প্রথমে ওভারেই উইকেট এনে দিয়েছেন হাসান। প্রথম ওভারে দুই দিকেই সুইং আদায় করে নিয়ে আয়ারল্যান্ডের দুই ওপেনারের নাভিশ্বাস তুলেছিলেন হাসান।
হাসানের করা ওভারের পঞ্চম বলটি হুট করেই অনেকটা ভেতরে ডুকে পরে। পল স্টার্লিংয়ের ব্যাটের কানা ছুয়ে বল চলে যায় উইকেটের পেছনে। মুশফিকুর রহিম লাফিয়ে বল গ্লাফসে জমালে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।
খানিক বাদে আবারও উইকেট আদায় করেন দুর্দান্ত বোলিং করতে থাকা হাসান। হাসানের বাড়তি বাউন্স বলে পয়েন্ট অঞ্চল দিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন স্টিফেন ডোহেনি। সরাসরি ক্যাচ চলে যায় মেহেদি হাসান মিরাজের হাতে। ১৬ রানের মাথায় দুই উইকেট হারায় আয়ারল্যান্ড।
শুরুর ধাক্কার পর আয়ারল্যান্ডকে টেনে তোলার চেষ্টা করছেন অধিনায়ক আন্দ্রে বালবারনি ও হ্যারি ট্যাক্টর। উল্লেখ্য, অপরিবর্তিত একাদশ নিয়ে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি খেলতে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
সারাবাংলা/এসএইচএস