মিলানকে হারিয়ে ফাইনালে এক পা ইন্টারের
১১ মে ২০২৩ ০৩:১০ | আপডেট: ১১ মে ২০২৩ ০৩:২১
নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে যেন পাত্তায় দিল না ইন্টার মিলান। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল ইন্টার মিলান। গোটা ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে ইন্টার। তার আগে অবশ্য ম্যাচের ১১ মিনিটের মধ্যেই দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যেয় ইন্টার।
সান সিরোয় বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার জয় পায় ২-০ গোলে। এডেন জেকো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান হেনরিখ মিখিতারিয়ান। ইউরোপিয়ান প্রতিযোগিতায় পাঁচবারের দেখায় এই প্রথম মিলানকে হারাতে পারল ইন্টার। আগের চার দেখায় দুবার জিতেছিল মিলান, অন্য দুটি ড্র হয়েছিল।
ইন্টারের বিপক্ষে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পায় মিলান। চোটের কারণে দলের আক্রমণভাগের সবচেয়ে বড় অস্ত্র রাফায়েল লেওয়া ছিটকে গেছেন। আর তাতেই আক্রমণভাগ অনেকটা নড়বড়ে হয়ে গেল ৭ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ীদের।
দুই দলের একই স্টেডিয়াম হওয়ায় প্রথম লেগে হোম অ্যাডভান্টেজ পায় এসি মিলান। আর দ্বিতীয় লেগে হোম ভেন্যুর সুবিধা পাবে ইন্টার মিলান।
তবে প্রথম ম্যাচে ঘরের মাঠে সুবিধা না পেলেও ম্যাচের শুরুতেই মিলানকে কুপোকাত করে দেয় ইন্টার। খেলা শুরু হওয়ার মাত্র ৮ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে ইন্টারকে এগিয়ে নেন এডেন জেকো। হাঁকানের দারুণ এক ক্রস থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান জেকো। সেই রেশ কাটতে না কাটতেই ম্যাচের ১১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হেনরিখ মিখিতারিয়ান।
ফেদেরিখো ডিমার্কোর কাছ থেকে পাওয়া বল ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মিখিতারিয়ান। আর তাতেই ম্যাচের ১১ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার। মিনিট তিনেক পর ব্যবধান ৩-০ হতে পারতো। তবে মিখিতারিয়ানের নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় ইন্টার।
এরপর ম্যাচের প্রথমার্ধে একের পর একে আক্রমণ করে মিলানের রক্ষনভাগকে ব্যস্ত রাখে ইন্টার। তবে প্রথমার্ধে তেমন কোনো আক্রমণ সাজাতে পারেনি মিলান।
দ্বিতীয়ার্ধে ফিরেই দারুণ কিছু আক্রমণ করে মিলান। তবে ইন্টারের রক্ষণ ভাঙতে পারেনি। ৬৪তম মিনিটে গোলের খুব কাছেই পৌঁছে গিয়েছিল মিলান। অলিভার জিরুডের দারুণ এক শট গোলপোস্টে লেগে ফিরে আসে। আর তাতেই বাড়ে হতাশা। শেষ পর্যন্ত মিলান গোলের চেষ্টা চালিয়ে গেলেও আর ম্যাচে ফেরার মতো সুযোগ তৈরি করতে পারেনি। এতেই মিলানের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরে ইন্টার।
দুই দলের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে।
সারাবাংলা/এসএস
উয়েফা চ্যাম্পিয়নস লিগ এসি মিলান বনাম ইন্টার মিলান টপ নিউজ প্রথম লেগ সেমিফাইনাল