Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৩ ১৫:৩৫
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি চেমসফোর্ডে মাঠে গড়াচ্ছে। প্রথম ম্যাচে টস জিতেছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি। চেমসফোর্ডের মেঘলা কন্ডিশনে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। একাদশে ছয়জন বিশেষজ্ঞ বোলার রেখেছে বাংলাদেশ।
চেমসফোর্ডের এই মাঠে দীর্ঘ ২৪ বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ শুরু হলো। সবশেষ ১৯৯৯ সালের মে মাসে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

ঘরের মাঠে সর্বশেষ খেলা ওয়ানডে থেকে একদশে দুটি বদল এনেছে তামিম ইকবালের দল। চোটের কারণে এই সিরিজে না থাকা তাসকিন আহমেদের বদলে খেলছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। নাসুম আহমেদের বদলে এই সিরিজে স্কোয়াডে এসে একাদশেও আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনটি পেস আক্রমণের পাশাপাশি তিনজন বিশেষজ্ঞ স্পিনার আছে বাংলাদেশের। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হওয়ায় সাতজন ব্যাটার নিয়েও খেলার সুবিধা পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

সারাবাংলা/এসএস

আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ ওয়ানডে সিরিজ টপ নিউজ টস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর