আইরিশদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
৯ মে ২০২৩ ১৫:৩৫
ঘরের মাঠে সর্বশেষ খেলা ওয়ানডে থেকে একদশে দুটি বদল এনেছে তামিম ইকবালের দল। চোটের কারণে এই সিরিজে না থাকা তাসকিন আহমেদের বদলে খেলছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। নাসুম আহমেদের বদলে এই সিরিজে স্কোয়াডে এসে একাদশেও আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
তিনটি পেস আক্রমণের পাশাপাশি তিনজন বিশেষজ্ঞ স্পিনার আছে বাংলাদেশের। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হওয়ায় সাতজন ব্যাটার নিয়েও খেলার সুবিধা পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।
সারাবাংলা/এসএস