Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিততে এসেছি এখানে: তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ মে ২০২৩ ২১:১৭ | আপডেট: ৭ মে ২০২৩ ২১:২৭

একদিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। কিছুদিন আগে এই আয়ারল্যান্ডকেই ঘরের মাঠে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তবে এবারের সিরিজটা ইংল্যান্ডের মাঠে, যেটা আয়ারল্যান্ডের পরিচিত কন্ডিশন এবং বাংলাদেশের জন্য অপরিচিত। ফলে মনে করা হচ্ছে বাংলাদেশের জন্য এবারের কাজটা সহজ হবে না। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও তেমনটা মনে করছেন। তবে তামিম এটাও বলে রাখলেন, এখানে জিততেই এসেছি।

বিজ্ঞাপন

আগামী মঙ্গলবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। আজ সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ফেবারিট শব্দটা আমি খুব বেশি ব্যবহার করতে চাই না। অবশ্যই আমরা এখানে এসেছি ভালো খেলার জন্য এবং জেতার জন্য।’

কন্ডিশন সিরিজ শুরুর আগেও ভোগাচ্ছে বাংলাদেশকে। বৃষ্টির কারণে একমাত্র প্রস্তুতি ম্যাচটা পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলনও করতে পারছেন না বাংলাদেশি ক্রিকেটাররা। তাছাড়া সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলছে। সেটাও অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না পাওয়ার বড় কারণ।

তবে বাংলাদেশ অবশ্য তাতে খুব বেশি চিন্তিত নয়। তামিম বললেন, অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা মানসিকভাবে প্রস্তুতিতে জোর দিচ্ছেন।

অধিনায়ক বলেন, ‘আমরা যদি সব সেশন ওখানে অনুশীলন করতাম, তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়নি। কারণ, ওখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো তো আমাদের কারও নিয়ন্ত্রণে নেই। এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ খেলা আছে ওটার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি—সবাই কমবেশি খেলার মধ্যেই আছে। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হব, ওটাই আমাদের সহায়তা করবে।’

যে মাঠে খেলা হবে সেই মাঠ সম্পর্কেও খুব বেশি ধারনা নেই বাংলাদেশের। তামিমদের ভরসা করতে হচ্ছে তথ্যের ওপর। ম্যাচের আগে তামিম বলেন, ‘ওই মাঠে আমার খেলার কোনো অভিজ্ঞতা নেই, উইকেটের ব্যাপারেও খুব বেশি ধারণা নেই। কিন্তু যতটুকু তথ্য আমরা নিতে পারছি অতীত ও বর্তমানের খেলাগুলো দেখে ওইটুকু তথ্য আমরা নিচ্ছি। উইকেট দেখার পর বলতে পারব কোন কম্বিনেশন নিয়ে আমরা খেলব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর