আয়ারল্যান্ড সিরিজকে ‘বড় চ্যালেঞ্জ’ মনে করছেন হাবিবুল
৬ মে ২০২৩ ২১:৪১ | আপডেট: ৭ মে ২০২৩ ০৯:৪৭
আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি সুপার লিগের তিনটি ওয়ানডে খেলতে ইংল্যান্ড সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তির বিচারে আইরিশদের চেয়ে অনেকটা এগিয়ে বাংলাদেশ। কদিন আগে দেশের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আইরিশদের উড়িয়ে দিয়ে তার প্রমাণও রেখেছে বাংলাদেশ। তবে এবারের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা যখন প্রতিপক্ষের কন্ডিশনে তখন কাজটা মোটেও সহজ হবে না। এমনটিই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
ইংল্যান্ডে এই সময়টাতে প্রচুর বৃষ্টি হয়। নিয়মিত বৃষ্টির কারণে পিচ কিছুটা নরম থাকে। বাংলাদেশী ক্রিকেটাররা অমন পিচে খেলে অভ্যস্ত নয়। যেটা তামিম ইকবালের দলকে ভোগাবে মনে করছেন হাবিবুল। সাবেক অধিনায়ক বলছেন, এবারের আয়ারল্যান্ড সিরিজটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে।
শনিবার পূর্বাচলে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হাবিবুল বাশার সুমন বলেন, ‘যদি জুলাই-অগাস্ট মাসে খেলা হতো, আমাদের জন্য ভালো হতো। কারণ ওই সময় ইংল্যান্ডের উইকেট একদম শুষ্ক থাকে। যেটা আমাদের ফেভারে থাকত। আমরা সবসময় ওই সময় ইংল্যান্ডে ভালো খেলি। কিন্তু এই মে মাসের দিকে উইকেট একটু নরম থাকে, বৃষ্টি হয়। কন্ডিশনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং।’
হাবিবুল বলেন, ‘আমার মনে হয়, প্রতিপক্ষ হিসেবে যখন আয়ারল্যান্ডের মাটিতে খেলা হয় তখন খুব ভালো একটা প্রতিপক্ষ তারা। তবে আমাদের জন্য বড় প্রতিপক্ষ কন্ডিশন। আমরা কতটা মানিয়ে নিতে পারছি, তার ওপরে আমাদের পারফরম্যান্সটা নির্ভর করবে।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে শুক্রবার একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে সেটাও ভেস্তে যায়। প্রস্তুতি ম্যাচটা খেলতে পারলে কন্ডিশন সম্পর্কে ভালো একটা সম্মুখ ধারণা হতো বাংলাদেশের।
এ বিষয়ে হাবিবুল বাশার বলেন, ‘আমি মনে করি, সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটা (প্রস্তুতি) ম্যাচ খেলার সুযোগ ছিল। ম্যাচটা খেলতে পারলে খুব ভালো হতো। যদিও অনুশীলনের কিছুটা সুযোগ পাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছি হাতে। তবে একটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। কারণ, কন্ডিশন পুরোপুরি ভিন্ন।’
সারাবাংলা/এসএইচএস