Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফিফের সেঞ্চুরিতে আবাহনীর দাপুটে জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মে ২০২৩ ২০:৪৫ | আপডেট: ৪ মে ২০২৩ ২০:৪৮

জাতীয় দল থেকে হুট করেই বাদ পরা আফিফ হোসেন ধ্রুবর ‘সুদিন’ বুঝি ফিরতে শুরু করল! গতকাল তাকে অধিনায়ক করেই বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। আজ ব্যাটও হাসল তরুণ তারকার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন আফিফ। আফিফের দাপুটে সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪২ রানে হারিয়েছে তার দল আবাহনী লিমিটেড।

এদিকে, সুপার লিগের অপর ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৮৫ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রেলিগেশন লিগের ম্যাচে ঢাকা লেপার্ডের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ মে) ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৯০ রানে তিন উইকেট হারিয়ে ফেলে আবাহনী। তারপর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলে আফিফ হোসেন। চতুর্থ উইকেটে ১৪০ রান তোলেন দুজন।

মোসাদ্দেক ৭৬ বল খেলে চারটি করে চার-ছয়ে ৬৭ রান করে আউট হয়েছেন। আফিফ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১১ রান করে। ১০১ বল খেলা আফিফের ইনিংসে চার ৬টি, ছক্কা ৫টি। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৫ রানে থেমেছে আবাহনী।

পরে বোলিংয়ে আবাহনীর হয়ে দাপট দেখিয়েছেন খুশদিল শাহ। পাকিস্তানি অলরাউন্ডার ৯.৪ ওভারে ৪৯ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন। ৪৫.৪ ওভারে ২৪৩ রানে থেমেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংকের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন জাকির হাসান ও প্রান্তিক নাওয়াজ নাবিল।

৫৪ বলে ৫১ রান করেছেন জাকির। ৭৪ বলে ৫৭ রান করেছেন নাবিল। শেষ দিকে ৪০ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন অলক কাপালি।

বিজ্ঞাপন

অপর ম্যাচে আগে ব্যাটিং করে ২৫৯ রান তোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরে মোহামেডান ১৯১ রানে থামলে ৮৫ রানের বড় জয় পেয়েছে শেখ জামাল।

সারাবাংলা/এসএইচএস

আফিফ হোসেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর