Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মে ২০২৩ ২০:০০ | আপডেট: ৪ মে ২০২৩ ২০:২৫

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। সুপার লিগের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পাওয়া দলটি আজ দ্বিতীয় ম্যাচে হেরেছে ৪ উইকেটে। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাটিং করে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। পরে বোলিংটাও বেশ ভালো হচ্ছিল আকবর আলীর দলের। কিন্তু রূপগঞ্জের হয়ে চিরাগ জানি দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জয় এনে দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি গাজী গ্রুপ ক্রিকেটার্সের। দলীয় ১৮ রানেই ফিরে যান দুই ওপেনার। তারপরই ফরহাদ হোসেন এবং এস এম মেহরব হোসেনের শক্ত প্রতিরোধ।

তৃতীয় উইকেটে ১৪৮ রানের জুটি গড়েন দুজন। দুজনেই ফিরেছেন ৭৭ রান করে। ৭০ বলে ১২টি চার ২টি ছয়ে ৭৭ রান করেছেন মেহরব। ফরহাদ হোসেন ৯৭ বলে ৭টি চার ২টি ছয়ে করেছেন ৭৭ রান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে শেষ দিকে দারুণ কার্যকারী এক ইনিংস খেলেছেন মোহাম্মদ ইনামুল। ৩১ বলে ৪৯ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। যাতে নির্ধারিত  ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

পরে বোলিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিচ্ছিল গাজী গ্রুপ। কিন্তু মিডল অর্ডারে দুর্দান্ত এক ইনিংস খেলাি চিরাগ জানিকে থামাতে পারেনি দলটি। তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনও শুরুতে দারুণ একটা ইনিংস খেলেছেন। ৪৭.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৬৯ রান তুলে ফেলে লিজেন্ডস অফ রূপগঞ্জ।

৭৩ বলে ৭টি চার ২টি ছয়ে ৮১ রানের কার্যকরী এক ইনিংস খেলেন চিরাগ জানি। ৫৪ বলে ৫টি চার ৪টি ছয়ে ৫৭ রান করেছেন ইমন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন টিপু সুলতান ও মাহমুদুল হাসান।

সারাবাংলা/এসএইচএস

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর