Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেও

স্পোর্টস ডেস্ক
২ মে ২০২৩ ১৭:২৩

বাংলাদেশ ও শ্রীলংকার মেয়েদের মধ্যে চলছে ওয়ানডে সিরিজ। তবে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ালেও বৃষ্টিতে ভেসে যায়। এরপর দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির হানা। গড়ায়নি একটি বলও। বৃষ্টির কারণে ম্যাচ রেফারি কিছুক্ষণ অপেক্ষা করে পরিত্যক্ত ঘোষণা করেছেন দ্বিতীয় ওয়ানডেও।

বৃষ্টির বাগড়ায় এ নিয়ে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা ৪ ওয়ানডে পরিত্যক্ত হলো। গত ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরের শেষ দুই ওয়ানডের পর শ্রীলংকায় দুই ম্যাচেও দাপট দেখাল বৃষ্টি।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচের চারটি পরিত্যক্ত হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আট ম্যাচে এক জয় ও দুই পরিত্যক্ত ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে বাংলাদেশের ঠিক নিচে শ্রীলংকা। ছয় ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৬.৪ ওভার খেলা হলেও দ্বিতীয় ম্যাচে একটি বলও গড়ায়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে। তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে ৪ মে। প্রথম দুই ওয়ানডের মতো শেষ ম্যাচের ভেন্যুও পি সারা ওভাল। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৯ মে প্রথম টি-টোয়েন্টির দুই দিন আগে ৭ মে হবে একটি প্রস্তুতি ম্যাচ। এরপর ৯, ১১ ও ১২ মে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

সূচি—

তৃতীয় ওয়ানডে- ৪ মে
প্রথম টি-টোয়েন্টি- ৯ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১১ মে
তৃতীয় টি-টোয়েন্টি- ১২ মে।

বাংলাদেশ দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আখতার মেঘলা, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ওয়ানডে সিরিজ নারী দল বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচ পরিত্যক্ত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর