Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রেঞ্চ কাপ জিতে ইতিহাস গড়ল টুলৌজ

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩ ১২:৪৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১২:৪৫

২০১৯/২০ মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে অবনমন ঘটে টুলৌজের। দুই মৌসুম দ্বিতীয় বিভাগে খেলা টুলৌজ ২০২২/২৩ মৌসুমে আবারও ফিরে আসে ফ্রান্সের শীর্ষ লিগে। আর ফিরেই চমক দেখালো দলটি। নিজেদের ইতিহাসে প্রথম বড় কোনো শিরোপা স্বাদও পেল তারা। শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে নান্টেসকে এক প্রকার উড়িয়ে দিয়েই শিরোপা ঘরে তুলেছে টুলৌজ।

শিরোপা জয়ের পথে আরও এক রেকর্ড গড়েছে ক্লাবটি। প্যারিসে শনিবার রাতে ফ্রেঞ্চ কাপের ফাইনালে ৫-১ গোলে জিতেছে টুলৌজ। একাবিংশ শতাব্দীতে এই নিয়ে মাত্র তিনটি ক্লাব ফ্রেঞ্চ কাপের ফাইনালে তিনটি বা এর অধিক গোল করেছে। ২০১৩ সালে বোর্দো ৩-২ গোলের ব্যবধানে হারায় এভিয়রকে। ২০১৬ সালে মার্সেইকে ৪-২ গোলের ব্যবধানে হারায় পিএসজি। আর ২০২৩ সালে নান্টেসকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে শিরোপা জিতেছে টুলৌজ।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে দুবার বল পাঠাল টুলৌজ। প্রথমার্ধেই আরও দুটি গোল করে ম্যাচের গতিপথ ঠিক করে দিল তারা। শেষ পর্যন্ত নান্টেস ওপর আধিপত্য ধরে রেখেই ফ্রেঞ্চ কাপে চ্যাম্পিয়ন হলো টুলৌজ।

চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চ সেন্টারব্যাক লোগান কস্টা। আর ২৩ ও ৩১তম মিনিটে জালে বল পাঠান ডাচ ফরোয়ার্ড তেইস দলিংখা।

৭৫তম মিনিটে এক গোল শোধ করে নান্টেস ফ্রেঞ্চ মিডফিল্ডার লুদভিক ব্লাস। এর চার মিনিট পরেই মরক্কোর ফরোয়ার্ড জাকারিয়া আবুখলাল আবার চার গোলের ব্যবধান পুনরুদ্ধার করেন। বিশাল জয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে টুলৌজ।

লিগ ওয়ানে ফেরার আসরে অবশ্য এখন পর্যন্ত আহমরি কিছু করতে পারেনি দলটি। তবে ভালোমতোই টিকে থাকার পথে আছে তারা। ৩২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টুলৌজ ফ্রেঞ্চ কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর