Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদউল্লাহ-আফিফের ফেরা নিয়ে যা বললেন হাথুরুসিংহে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৩ ১৬:৪৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ০৯:৫১

চলতি বছর ভারতের বসতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। বিশ্বকাপের বছরে বাংলাদেশ দলে চলছে অদল-বদলের রীতি। কয়েকটি পজিশনে বেশ কয়েকজন ক্রিকেটারকে বাজিয়ে দেখছে বাংলাদেশ। এই পরীক্ষা-নিরীক্ষার মধ্যে পরে গেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ আফিফ হোসেন ধ্রুব। সম্প্রতি আফিফ-মাহমুদউল্লাহর পজিশনে অন্যদের খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আগেই বলেছিলেন, বিশ্বকাপের স্কোয়াড বড় করতে চান বলে অনেককেই বাজিয়ে দেখতে চান তিনি। অন্যরা যেমন সুযোগ পাচ্ছেন তেমননি বাদ পড়া মাহমুদউল্লাহরাও আবারো সুযোগ পাবেন। পুরনো কথাতেই অটুট আছেন শ্রীলংকান কোচ। তবে বিশ্বকাপের আগ পর্যন্ত যে এই অদল-বদল চলতে থাকবে সেটাও জানিয়ে রাখলেন হাথুরু।

বিজ্ঞাপন

আগামী মাসের শুরুতে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে সিলেটে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ। আজ শনিবার সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেছেন হাথুরুসিংহে।

শনিবার (২৯ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাথুরু বলেন, ‘‘(আফিফ ও মাহমুদউল্লাহ) তাদের ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। তারা সবাই এই সীমারেখায় আছে। বিশ্বকাপের আগে তারা সবাই-ই খেলার সুযোগ পাবে। আমরা ওই মানসিকতার কোনো পরিবর্তন করিনি।’

শুধু মাহমুদউল্লাহ-আফিফ নয়, স্পিন ডিপার্টমেন্টেও বেশ অদল-বদল চলছে। সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে আর কাকে নেওয়া হবে সেই পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে তাইজুল ইসলাম, নাসুম আহমেদদের। সর্বশেষ সিরিজে তরুণ রিশাদ ইসলামকেও খেলাতে দেখা গেছে।

বিজ্ঞাপন

অদল-বদলের কারণে নিয়মিত সুযোগ মিলছে না কারও কারও। তাতে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেওয়ার শঙ্কা অনেকের। হাথুরুসিংহে বলছেন, এসবে যদি আত্মবিশ্বাস কমে যায় তাহলে তেমন ক্রিকেটার দরকার নেই!

হাথুরুসিংহে বলেন, ‘(অদল-বদলে) প্রভাব ফেলবে না। কারণ তাদের সঙ্গে যথেষ্ট কথা হয়েছে। ব্যাখ্যা করেছি কেন তারা আছে, কেন নেই। আশা করি প্রভাব (ইফেক্ট) ফেলবে না। যদি ফেলে, তাহলে এটা চাপের মধ্যে তাদের পারফরম্যান্সেও প্রভাব ফেলবে। ওই ধরনের খেলোয়াড় আমরা দলে চাই না।’

সারাবাংলা/এসএইচএস

আফিফ হোসেন চন্ডিকা হাথুরুসিংহে মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর