আগ্রাসী ক্রিকেটের মানসিকতা বদলাতে চান না হাথুরুসিংহে
২৯ এপ্রিল ২০২৩ ১৪:৩০ | আপডেট: ২ মে ২০২৩ ১৩:৩৮
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে যোগ দেওয়ার পর থেকে আগ্রাসী ক্রিকেট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রেই আক্রামণাত্মক ক্রিকেট দেখিয়েছে বাংলাদেশ। সামনেই বিশ্বকাপ, টাইগাররা কি এভাবেই এগুবেন নাকি ভিন্ন পন্থায়? চন্ডিকা হাথুরুসিংহে পরিস্কার জানিয়ে দিলেন, আগ্রাসন বন্ধ করছেন না তিনি। অব্যাহত থাকবে আক্রমণাত্মক ক্রিকেট।
আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজটা আবার ওয়ানডে সুপার লিগের অংশ। ফলে বাড়তি গুরুত্বই দিতে হচ্ছে। আয়ারল্যান্ড সিরিজের আগে তাই সিলেটে ক্যাম্প করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানেই আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেছেন হাথুরুসিংহে।
শনিবার (২৯ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাথুরুসিংহে বলেন, ‘সব সময় আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা থাকবে আমাদের। তবে এর মানে এই না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। আগ্রাসী ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক মানসিকতা নিয়ে করতে হবে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা, সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ড প্লেসিং কিংবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদেরকে এই স্বাধীনতা দিতে যাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’
বাংলাদেশের ব্যাটিংয়ে টপ অর্ডার নিয়ে সমস্যা অনেক দিনের। টপ অর্ডারের ব্যর্থতায় শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পরতে হয়। যাতে পরে রান তোলোর গতি আর ঠিক থাকে না। টপ অর্ডারের এই ব্যর্থতার কথা জানা আছে হাথুরুর। চেষ্টা করছেন সেটা সমাধানের।
হাথুরু বলছেন, মাঠে নামার সময় মাথা পরিস্কার থাকতে হবে ক্রিকেটারদের। তবেই প্রত্যাশিত পারফরম্যান্স মিলবে। শ্রীলংকান এই কোচ বলেন, ‘ওপেনার হলে ১০ ওভার ব্যাট করতে হবে, কীভাবে শুরু করতে হবে এবং ফিল্ডিং রেস্ট্রিকশনের (৩০ গজের মধ্যে ফিল্ডার রাখার বাধ্যবাধকতা) সর্বোচ্চ ব্যবহার কীভাবে করতে হবে সেটাও ভাবতে হবে। মাঝে ব্যাট করলে পরিস্থিতি অন্যরকম থাকবে। কখনো চারজন বা পাঁচজন আউট হওয়ার পর আসতে হবে (ব্যাটিংয়ে)।’
অনুশীলনের মাধ্যমেই সব কিছু আয়ত্ব করতে হবে বলছেন হাথুরুসিংহে, ‘কীভাবে শুরু করতে হবে সেটা অনুশীলন করা গুরুত্বপূর্ণ। যদি এভাবে অনুশীলন না করেন তাহলে উইকেটে গিয়ে থমকে যেতে হবে, যেটা আমরা চাই না। আমরা চাই কোন পরিস্থিতিতে কেমন খেলতে হবে সে বিষয়ে সবার মাথা পরিষ্কার থাকুক।’
সারাবাংলা/এসএইচএস