Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে দেখছেন না সুজন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৩ ১৭:০৮

চলতি বছরের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ। দলগুলো বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ঠিক এই সময়েই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দলের বাইরে। ঘরের মাঠে গত আয়ারল্যান্ড সিরিজে দলে ছিলেন না অভিজ্ঞ ক্রিকেটার। আগামী মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও রাখা হয়নি মাহমুদউল্লাহকে। যাতে মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে দেখা যাবে কিনা তেমন আলোচনা উঠছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন বলছেন, বাংলাদেশের বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহকে দেখছেন না তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদউল্লাহর বিশ্বকাপ দলে থাকা না থাকার প্রসঙ্গে সুজন বলছিলেন, ‘(মাহমুদউল্লাহ) রিয়াদ নিশ্চিতভাবে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাংলাদেশ টিমের অনেক পারফর্ম্যান্সের সে সাক্ষী। ম্যাচ জিতেয়েছে অনেক। সত্যি কথা বলতে রিয়াদ যেহেতু জাতীয় দলে নেই আমি যদি ওভাবে বলি তাকে আমি বিশ্বকাপ দলে দেখছি না। রিয়াদকে যদি বিশ্বকাপ দলে দেখতাম তাহলে এই সিরিজগুলোতে থাকতো। বিশ্বকাপের বেশি দিন নেই।’

বিজ্ঞাপন

ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের আগে ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন মাহমুদউল্লাহ। ইংলিশদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি অভিজ্ঞ ক্রিকেটার। তিন ম্যাচে ব্যাট হাতে রান করেছেন ৭১। ফিল্ডিংয়েও প্রত্যাশা মেটাতে পারেননি। পরে আয়ারল্যান্ড সিরিজে বাদ পরে যান। বাদ পরার কারণ হিসেবে বলা হয়েছিল, তার জায়গায় তরুণদের বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। মাহমুদউল্লাহর বদলে দলে সুযোগ পেয়ে তরুণ তৌহিদ হৃদয় বেশ ভালো করেছেন। শেষ দিকে ব্যাট করতে পারদর্শী আফিফ হোসেন ধ্রুব দলের বাইরে আছেন। তরুণরা সুযোগ পেয়ে ভালো করেছেন বলে মাহমুদউল্লাহর জন্য ফেরাটা কঠিন হয়ে পড়েছে মনে করছেন সুজন।

তিনি বলেন, ‘হৃদয় ওখানে ভালো করছে, আফিফও এখন দলের বাইরে আছে, মুশফিকও ভালো করছে। সুপার লিগের ম্যাচগুলোতে রিয়াদ নিজেকেই কিভাবে মেলে ধরে সেটা দেখার বিষয়। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি আমাদের বিবেচনা করতে হবে, রিয়াদকে আমাদের দলে কতটুক দরকার বা ওর পরিবর্তে যারা খেলছে তারা পারফর্ম করতে পারছে কি না। তারা যদি পারফর্ম করে দল যদি সন্তুষ্ট থাকে রিয়াদের সুযোগ কম থাকবে।’

তবে মাহমুদউল্লাহ ফিরলে পারফর্ম যে করতে পারবেন সেই বিশ্বাসটাও রাখছেন সুজন। বিসিবির পরিচালক বলেছেন, ‘এরকম যদি না হয়, রিয়াদের অভিজ্ঞতাতো আছেই, যেকোনো সময় ব্যাক করলে পারফর্ম করতে পারবে সেটা আমরা সবাই বিশ্বাস করি। সময় আছে, রিয়াদ একদম বাইর হয়ে গেছে তা না।’

সারাবাংলা/এসএইচএস

ওয়ানডে বিশ্বকাপ খালেদ মাহমুদ সুজন মাহমুদউল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর