শিরোপার লাগাম এখন আমাদের হাতে: গার্দিওলা
২৭ এপ্রিল ২০২৩ ১০:৩১
প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনালে আর্সেনালকে এক প্রকার উড়িয়েই দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচটিই ২০২২/২৩ মৌসুমের শিরোপা নির্ধারণি ম্যাচ বলা হচ্ছিল। কেননা দুই দলের পয়েন্ট ব্যবধানে গড়ে দিয়েছে ম্যাচটি। ইতিহাদ স্টেডিয়ামে ৪-১ গোলের জয় পেপ গার্দিওলার দলকে হ্যাটট্রিক ইপিএল শিরোপা এনে দিতে পারে।
একটা সময় সিটির চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল আর্সেনাল। তবে পা হড়কে এখন সিটির চেয়ে দুই ম্যাচ বেশি খেলেও মাত্র ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আর্সেনাল। অর্থাৎ নিজেদের দুই ম্যাচ জিতলেই শীর্ষে ঠেলে উঠবে সিটিজেনরা। আর তাই তো এখন শিরোপা ধরে রাখার লড়াইটা এখন নিজেদের হাতে চলে এসেছে বলে উচ্ছ্বসিত পেপ গার্দিওলা।
স্প্যানিশ এই কোচ বলেছেন, পরের ম্যাচগুলোতে নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে শিরোপা ধরে রাখা কঠিন হবে না। পাশাপাশি অবশ্য খেলোয়াড়দের আত্মতুষ্টিতে না ভোগার সতর্কবার্তাও দিয়ে রাখলেন ম্যান সিটি কোচ। তিনি বলেন, ‘আমরা মনোযোগ হারাতে পারি না। শিরোপার লাগাম এখন আমাদের হাতে।’
সিটির বিপক্ষে হারলেও এখন লিগ টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। ৩৩ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭৫। আর দুই ম্যাচ কম খেলে দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৭৩। পয়েন্টে পিছিয়ে থাকলেও হাতে থাকা বাড়তি দুই ম্যাচই বিশেষ সুবিধা দিচ্ছে সিটিকে।
শিরোপা জয়ের ধারায় পরের তিন ম্যাচ গুরুত্বপূর্ণ উল্লেখ করে গার্দিওলা বলেন, ‘পরের তিন ম্যাচ ঠিক করবে আমরা যা করতে চাচ্ছি তা করতে পারব কি না। বাস্তবতা হচ্ছে আমরা এখনো আর্সেনালের চেয়ে পিছিয়ে আছি। কাজটা আমাদের জন্য মোটেই সহজ হবে না। ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে হবে। দেখা যাক কি হয়। লাগামটা যখন আমাদের হাতে আমাদের সেটা কাজে লাগাতে হবে।’
সারাবাংলা/এসএস
আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ টপ নিউজ পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি