Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়োর কাছে হেরেও শীর্ষস্থান পোক্ত বার্সার

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩ ০৯:৫৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১৩:১৭

লা লিগার শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। এখন কেবল আনুষ্ঠানিকতাটাই বাকি। যদিও গাণিতিকভাবে এখনো শিরোপা হাতছাড়া হতে পারে বার্সেলোনার। তবে অলৌকিক কিছু না ঘটলে লিগ শিরোপা এবার ক্যাম্প ন্যুতেই যাচ্ছে। তবে শিরোপা নিশ্চিতের আগেই যেন গা-ছাড়া ভাবটা চলে এসেছে জাভি হার্নান্দেজের দলের ভেতরে।  বিবর্ণ ফুটবল খেলে তাই তো তাদের হার‍তে হয়েছে রায়ো ভায়োকানোর কাছেই। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে বার্সা

বিজ্ঞাপন

ঠিক একদিন আগেই জিরুনার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। পরের দিন ১৪ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সার সামনে। তবে সে সুযোগ লুফে নিতে পারেনি জাভির দল।  দুই অর্ধে দুই গোল হজমের পর শেষ দিকে বার্সেলোনার হয়ে একটি শোধ করেন রবার্ট লেভান্ডোফস্কি।

লা লিগায় রায়োর বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটিই হারল বার্সেলোনা। অন্যটি গোলশূন্য ড্র, যেটি ছিল চলতি আসরে কাম্প ন্যুতে দলটির প্রথম ম্যাচ।

এবারের লিগে ৩১ ম্যাচে বার্সেলোনার তৃতীয় হার এটি। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল।

সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে গোল ও জয়হীন থাকার পর গত রোববার লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল জাভির দল।

রায়োর মাঠে ম্যাচের ১৭ মিনিটের মাথায় পিছিয়ে পড়তে পারতো বার্সা। তবে দারুণ দক্ষতায় সে যাত্রায় দলকে বাঁচান মার্ক আন্দ্রে টার স্টেগান। তবে পরের মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি তিনি। বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে রায়োকে এগিয়ে নেন আলভারো গার্সিয়া।

এরপর তেমন সুযোগই তৈরি করতে পারেনি বার্সা। তবে প্রথমার্ধের শেষ দিকে এসে ৪২তম মিনিটের মাথায় লেভান্ডোফস্কির গোল করে বার্সাকে সমতায় ফেরালে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

প্রথমার্ধে দ্বিতীয় সেরা দল হয়ে থাকা বার্সেলোনা বিরতির পর ঘুরে দাঁড়াবে কী, উল্টো ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ভায়ো। মাঝমাঠের কাছে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের স্লাইডের পর বল পেয়ে যান ফ্রান গার্সিয়া। এগিয়ে বক্সে ঢুকে টের স্টেগেনকে পরাস্ত করেন তিনি। ৬১তম মিনিটে গাভির নিচু শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ৮৩তম মিনিটে লেভানদোভস্কির গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ পর্যন্ত তেমন কিছু করতে পারেনি বার্সেলোনা। ফ্র্যাঙ্ক কেসিযর শট এক ডিফেন্ডার ঠেকানোর পর জোরাল শটে চার ম্যাচের গোলখরা কাটান পোলিশ স্ট্রাইকার।

বিজ্ঞাপন

তবে সে গোল কেবলই ব্যবধান কমায়। আর রায়ো ভায়োকানো ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই হারেও ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে যথারীতি রিয়াল মাদ্রিদ। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সাকে হারিয়ে ৪৩ পয়েন্ট নিয়ে ৯-এ আছে রায়ো ভায়োকানো।

সারাবাংলা/এসএস

টপ নিউজ বার্সেলোনা রায়ো ভায়োকানো বনাম বার্সেলোনা লা লিগা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর