Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিরুনার কাছে বিধ্বস্ত হয়ে ক্ষমা চাইলেন আনচেলোত্তি

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩ ১২:৫৮

লা লিগা শিরোপা হাতছাড়া তা এক প্রকার নিশ্চিত হয়েই গেল রিয়াল মাদ্রিদের। মঙ্গলবার রাতে জিরুনার বিপক্ষে মাঠে নামার আগে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান কমানোর তবে কমাবে কি? উল্টো জিরুনার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছে কার্লো আনচেলোত্তির দল। আর এমন হারের পর ক্ষমা চাইলেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি,

লা লিগার এখনো বাকি ৭ ম্যাচ রিয়ালের। অন্যদিকে বার্সেলোনার হাতে আছে ৮টি ম্যাচ। অর্থাৎ ১ ম্যাচ হাতে রেখে বার্সেলোনা ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষস্থানে। অলৌকিক কিছু না ঘটলে রিয়ালের আর লা লিগার শিরোপা ধরে রাখা সম্ভব হচ্ছে না। অর্থাৎ হাতছাড়া লিগ শিরোপা।

বিজ্ঞাপন

তবে টেবিলের নিচের দিকের দল জিরুনার কাছে হারটা একটু বেশিই অপ্রত্যাশিত লস ব্ল্যাঙ্কোসদের জন্য। তাই তো পারফরম্যান্স রিয়ালের কাছ থেকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেছেন আনচেলত্তি।

জিরুনার মাঠে রিয়ালের হারের চেয়ে বড় হয়ে উঠেছে হারের ধরন। আর্জেন্টাইান ফরোয়ার্ড তাতি কাস্তেয়ানোস একাই ৪ গোল করে বিধ্বস্ত করেছেন রিয়ালকে। দলের এমন বিপর্যয়ে হতাশ আনচেলত্তি বলেন, ‘এই ম্যাচ মাদ্রিদকে বোঝায় না। আমরা ক্ষমা চাইছি। তবে আমাদের অবশ্যই সামনে তাকাতে হবে।’

লা লিগায় শিরোপা ধরে রাখার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিরোনা ম্যাচটি রিয়ালের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তবে ঘরের মাঠে এ মৌসুমে দুর্দান্ত খেলা জিরোনার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেনি রিয়ালও।

এমন হারের ব্যাখ্যা হিসেবে আনচেলোত্তি বলেন, ‘আমরা আগের ম্যাচটির মতো আগ্রাসী হয়ে খেলতে পারিনি। আমাদের নিবেদনেরও যথেষ্ট অভাব ছিল। বল পায়ে আমরা ভালোই করছিলাম। কিন্তু বল পায়ে না থাকলে বেশ ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। আমরা বুঝতে পারছি যে আপনারা হতাশ হয়েছেন। আমরা ক্ষমা চাচ্ছি। তবে কোপা দেল রের ফাইনাল ও সেমিফাইনালে (চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে) আমরা ভালো কিছু করব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

কার্লো আনচেলোত্তি জিরুনা বনাম রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর