Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোল পাননি রোনালদো, হেরেছে আল নাসেরও

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩ ১১:৫৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১৪:৫০

সৌদি কিংস কাপের সেমিফাইনালে ১০ জনের দল আল ওয়েহদারের সঙ্গেও পারল না ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের। কিংস কাপ থেকে বিদায়ের নিজ দলের কোচিং স্টাফদের ওপর চটেছেন রোনালদো।

২৩ মিনিটে বুগুয়েলের বাইসাইকেল কিকে আল নাসেরকে পেছনে ফেলে আল ওয়েহদা। ম্যাচের একমাত্র গোলটা করেছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার জ্যাঁ ডাভিড বিওগুয়েল। বিরতির সময় রোনালদো হতাশা লুকাতে পারেননি। মাথা নাড়াতে থাকেন, ডাগ আউটে পৌঁছে দলের কোচিং স্টাফদের ওপর ক্ষোভ উগরে দেন তিনি। তারপর টানেলে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

গোটা ম্যাচে রোনালদো ৬টি শট নিয়েও কোনোটি লক্ষ্যে রাখতে পারেননি। ৫৩ মিনিটে ওয়েহদার আল আফিথ লাল কার্ড দেখেন।

ওদিকে সৌদি প্রো লিগে শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে আল নাসের। সৌদি সুপার কাপ তো আগেই জিতে গেছে আল ইতিহাদ।

এদিকে আল হিলালের বিপক্ষে আগের ম্যাচ শেষে সাইডলাইনে সাজিয়ে রাখা পানির বোতলে লাথি মেরেছেন, গ্যালারিতে ‘মেসি, মেসি’ স্লোগান ওঠায় মেজাজ হারিয়ে অশোভন অঙ্গভঙ্গিও করেছেন। যে কারণে তাকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবিও উঠেছে। সব মিলিয়ে সময়টা আসলেই খারাপ যাচ্ছে রোনালদোর।

সারাবাংলা/এসএস

আল নাসের ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর