Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-তামিম-মাশরাফি-মুশফিকরা ঈদের শুভেচ্ছা জানালেন

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৩ ১১:৩৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৩:০৩

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর শনিবার (২২ এপ্রিল)। সারাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা উদযাপন করছেন এই দিনটি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের প্রিয়জনদের সঙ্গে সকলে ঈদ উপভোগ করার শুভেচ্ছা জানিয়েছেন। সাকিব লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। নিজের ফেসবুক পেজ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম… ঈদ মোবারক… সর্বশক্তিমান আমাদের সকল নেক আমল দান করুন।’

এদিকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা পরিবার নিয়ে সৌদি আরবে ঈদ উদযাপন করছেন। সেখান থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদ্‌যাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!’

মাশরাফির মতো সৌদিতে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মক্কার কাবা শরীফের সামনে দাঁড়ানো নিজের এক ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবালও। গত রাতে চাঁদ দেখার পর বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক ফেসবুক পেজে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা…ঈদ মোবারক।’

বিজ্ঞাপন

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়সহ দেশের অনেক ক্রীড়া ব্যক্তিত্ব।

সারাবাংলা/এসএস

ঈদ উল ফিতর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দল মাশরাফি বিন মুর্ত্তজা সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর