Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপা থেকে বাদ পড়ে ক্ষিপ্ত টেন হ্যাগ

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৩ ১৩:২২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ১৩:২৩

ইউরোপা লিগে উড়ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে থামতে হলো ইউরোপা লিগের ছয়বারের চ্যাম্পিয়নদের কাছে হেরে। লা লিগায় ধুঁকতে থাকা সেভিয়া অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের ইতিহাস লিখলো। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে দুই গোল করে সমতায় ফেরে। আর দ্বিতীয় লেগে তো ইউনাইটেডকে পাত্তাই পেল না। ৩-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়ে বাদ পড়েছে রেড ডেভিলরা। আর তাতেই দলের ওপর ক্ষেপেছেন ইউনাইটেড বস এরিক টেন হ্যাগ।

বিজ্ঞাপন

প্রথম লেগে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড শুরুতে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ড্র করেছিল সেভিয়ার সঙ্গে। তবে দ্বিতীয় লেগে বোতলবন্দী হয়েই ছিলেন মার্কোস রাশফোর্ডরা। ৮ মিনিটে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের শিশুতোষ ভুলে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রেড ডেভিলরা। সেভিয়াকে এগিয়ে দেন ইউসুফ এন নাসেরি। দলের শেষ গোলটিও তার। এবার গোলরক্ষক ডেভিড ডি গিয়া আরেক শিশুতোষ ভুল। ৮১ মিনিটে বল গোলপোস্ট ছেড়ে তো বটে, ডি-বক্সের বাইরে চলে আসা ইউনাইটেড গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এন নাসেরি।

বিজ্ঞাপন

দলের এমন পারফরম্যান্সের পর ক্ষীপ্ত হয়েছেন ইউনাইটেড বস এরিক টেন হ্যাগ। বিটি স্পোর্টকে তিনি বলেছেন, ‘এটা খুব ভালো সুযোগ ছিল, কিছু জেতার জন্য চমৎকার উপলক্ষ ছিল। কিন্তু আমরাই সেই সুযোগ ছেড়ে দিয়েছি। আমাদের নিজেদরকে দোষ নিতে হবে।’

এরিক টেন হাগ বিরক্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সার্বিক পারফরম্যান্সেই। লড়াইয়ের ইচ্ছা সেভিয়ারই বেশি ছিল কি না, ম্যাচ শেষে এই প্রশ্নে ইউনাইটেড কোচ অকপটেই মেনে নিলেন, ‘আমাকে স্বীকার করতেই হবে। এটিই সত্যি। এটা কঠিন, এটা ভয়ঙ্কর। কিন্তু এটিই সত্যি।’

ইউরোপা লিগ থেকে বাদ পড়ার দুঃখ ভুলে এখন সামনের দিকে তাকাতে চান টেন হ্যাগ। আগামী রোববার ব্রাইটনের বিপক্ষে তাদের এফএ কাপের সেমিফাইনাল। এছাড়া লিগে সেরা চারে থাকার লড়াইও আছে। এখন সেসবের দিকে মনোযোগ ইউনাইটেড কোচের, ‘যা গেছে, গেছে। আমরা সেটা পাল্টাতে পারব না। আমাদের রোববারের ম্যাচের দিকে তাকাতে হচ্ছে। এটাই পরের সুযোগ।’

তবে সেভিযার বিপক্ষে হারটা মেনে নিতে পারছেন টেন হ্যাগ। সেটিও বেশ ক্ষিপ্ততার সঙ্গে জানিয়ে দিয়েছেন তিনি, ‘এটা অগ্রহণযোগ্য। আমরা লড়াইয়ে হেরেছি। আরও আবেগ, আরও কামনা, ইচ্ছা দরকার ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের কাছে সবাই অনেক বেশি আশা করে।’

এছাড়া ইউরোপা লিগের বাকি ম্যাচগুলো থেকে শেষ চার নিশ্চিত করেছে জুভেন্টাস, বায়ার লেভারকুজেন এবং রোমা। শেষ মুহূর্তের নাটকীয়তায় ফিরতি লেগে নিজেদের মাঠে ফেইনুর্দকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রোমান গ্লাডিয়েটররা। এর আগে প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ফেইনুর্দের কাছে ১-০ গোলে হেরেছিল হোসে মরিনহোর দল। ফিরতি লেগও ১-১ গোলে শেষ হতে বসেছিল তাদের। কিন্তু শেষ মুহূর্তে তিন গোল করে নাটকীয় জয়ে শেষ চার নিশ্চিত করে রোমা।

সারাবাংলা/এসএস

ইউরোপা লিগ এরিক টেন হ্যাগ সেভিয়া বনাম ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর