ঈদের পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানি যুবারা
১৯ এপ্রিল ২০২৩ ২৩:৩৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৪:৩১
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পবিত্র ঈদ-উল-ফিতরের পর বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগামী ২৬ এপ্রিল ঢাকায় পা রাখবেন পাকিস্তানি যুবারা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সফরকারীরা প্রথম ম্যাচ খেলতে নামবে ৩০ এপ্রিল থেকে।
বুধবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে।
৩০ এপ্রিল শুরু হবে দুদলের একমাত্র টেস্ট ম্যাচটি। ওয়ানডে সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৬, ৮, ১১, ১৩ ও ১৫ মে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ মে।
একমাত্র টেস্ট ও প্রথম দুই ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের বাকি ম্যাচগুলো হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে।
২৫ এপ্রিল চট্টগ্রামে পৌঁছে অনুশীলন শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর ২৬ এপ্রিল ঢাকা পৌছানোর পর সরাসরি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। টেস্ট শুরুর আগে সেখানে টানা তিন দিন অনুশীলন করবেন সফরকারীরা।
সারাবাংলা/এসএইচএস
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বিসিবি