Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম পর্ব শেষে ডিপিএলের হালচাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৩ ২০:১৬

তীব্র গরমে মাঠের ক্রিকেটে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন ক্রিকেটাররা। গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেই শেষ হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম পর্বের খেলা। প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে সবার উপরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আবাহনী লিমিটেড।

আবাহনী, শেখ জামালের সঙ্গে সুপার লিগের টিকিট পাওয়া বাকি চার হলো- লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগামী ১ মে থেকে এই ছয় দলকে নিয়ে শুরু হবে সুপার লিগের লড়াই।

বিজ্ঞাপন

প্রথম পর্বে ১১ ম্যাচ খেলে ১০টিতে জিতেছে শেখ জামাল ও আবাহনী। দুদলের পয়েন্টই ২০। তবে মুখোমুখী লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে শেখ জামাল। তিন নম্বরে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৬, ১১ ম্যাচের ৮টিতে জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল।

চার নম্বরে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১১ ম্যাচের ৭টিতে জিতেছে, তাদের পয়েন্ট ১৪। পাঁচ নম্বরে থাকা মোহামেডানের পয়েন্ট ১৩, ১১ ম্যাচের ৬টিতে জিতেছে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহদের দল। গাজী গ্রুপ ক্রিকেটার্স ১১ ম্যাচের ৫টিতে জিতেছে। তাদের পয়েন্ট ১১।

পয়েন্ট টেবিলের  সাত, আট ও নয় নম্বরে যথাক্রমে- রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (পয়েন্ট ৯), সিটি ক্লাব (৮) ও ব্রাদার্স ইউনিয়ন (৮)। ইতোমধ্যেই তাদের লিগ শেষ হয়ে গেছে। অবনমন এড়াতে রেলিগেশন লিগে লড়বে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব (পয়েন্ট ৬), শাইনপুকুর ক্রিকেট ক্লাব (৪) ও ঢাকা লেপার্ডস (৩)। রেলিগেশন লিগ শেষে পয়েন্ট টেবিলের নিচের দুই দল নেমে যাবে প্রথম বিভাগে।

বিজ্ঞাপন

ডিপিএলের প্রথম পর্ব শেষে ব্যাটিংয়ে সবার উপরে নাঈম শেখ, বোলিংয়ে রবিউল হক। অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা নাঈম এবার ডিপিএলে আছেন দুর্দান্ত ফর্মে। আবাহনীর হয়ে ১১ ম্যাচে ১ সেঞ্চুরি ও সাত ফিফটিতে ৭১৯ রান করেছেন তরুণ ওপেনার। গড় ৮৯.৮, স্ট্রাইকরেট ৯৫.২৩।

আবাহনীর অপর ওপেনার এনামুল হক বিজয়ও তার সঙ্গে রান তুলেছেন সমান তালে। ১১ ম্যাচে ২ সেঞ্চুরি, ৩ ফিফটিতে ৬৪৪ রান করে এখন পর্যন্ত রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে আছেন বিজয়। তালিকার তিন নম্বরে আছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ভারতীয় ক্রিকেটার রবি তেজা। ১১ ম্যাচে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৬৩.৫০ গড়ে ৫০৮ রান করেছেন তিনি।

উইকেট শিকারীদের তালিকায় সবার উপরে সিটি ক্লাবের রবিউল হক। ১১ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পারভেজ রসূলও ১১ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন, তবে রান রেটে এগিয়ে আছেন রবিউল। তিন নম্বরে আছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের স্পিনার হাসান মুরাদ। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন মুরাদ।

সারাবাংলা/এসএইচএস

আবাহনী লিমিটেড গাজী গ্রুপ ক্রিকেট ক্লাব ডিপিএল মোহামেডান স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর