রিয়ালের বিপক্ষে প্রত্যাবর্তন হবে চেলসির?
১৮ এপ্রিল ২০২৩ ১১:১২ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ১১:৩০
রিয়ালের মাঠে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেই যাত্রা শেষের পথে চেলসির। তবে দ্বিতীয় লেগে ঘটতে পারে যেকোনো কিছুই। ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে তিন গোলের ব্যবধানে জিতলেই সেমিফাইনালের টিকিট কাটবে অল ব্লুজরা। যার জন্য লিখতে হবে স্ট্যামফোর্ড ব্রিজে প্রত্যাবর্তনের গল্প। আর তা লিখতে নিজেদের উজাড় করে খেলবে চেলসি জানালেন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। অন্যদিকে লিড ধরে রাখতে আবার শুরু থেকেই ম্যাচ শুরুর পরামর্শ রিয়াল কোচ কার্লো আনচেলোত্তির।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায় স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে আতিথ্য দেবে চেলসি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে চেলসি কোচ ল্যাম্পার্ড বলেন, ‘আমি মনে করি, যখন খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের কমতি দেখা যাবে তখন তাদের আরও ক্ষুধার্ত হওয়া উচিত।’
প্রথম লেগে ২-০ গোলে হারায় ফিরতি লেগে ন্যূনতম ৩-০ গোলে জয় পেতে হবে চেলসিকে। ল্যাম্পার্ড বলেন, ‘যখন আপনি কিছুটা পিছিয়ে আছেন, তার মানে আপনি পিছিয়ে আছেন। যখন আত্মবিশ্বাসের অভাব নিয়ে বল রিসিভ করবেন, তখন আপনি শুরুতেই ব্যাকপাস দেবেন। আত্মবিশ্বাসের অভাবে মনে হতে পারে সাফল্যের ক্ষুধা কম বা খেলার প্রতি নিবেদন নেই। তবে আমি এটা অনুভব করি না। আমি মনে করি চেলসির ফুটবলার হিসেবে খেলোয়াড়রা জয়ের জন্য মুখিয়ে আছে।’
এদিকে ২-০ গোলে এগিয়ে থাকলেও রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি মোটেও সহজভাবে নিচ্ছেন না চেলসিকে। তাই ম্যাচের আগে শেষ অনুশীলনে দলকে হুঁশিয়ার করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ।
আনচেলোত্তি বলেন, ‘আমাদের সম্পূর্ণ একটি ম্যাচ খেলতে হবে। মাঠে আমাদের প্রমাণ করতে হবে। আবার শুরু থেকেই শুরু করতে হবে আমাদের। আমরা প্রথম লেগে যেভাবে নিজেদের উজাড় করে খেলেছি ঠিক সেভাবেই খেলতে হবে দ্বিতীয় লেগেও।’
এদিকে দ্বিতীয় লেগের আগে নিজেদের শেষ লা লিগার ম্যাচে দলের অন্যতম প্রধান দুই খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র এবং টনি ক্রুস দলের সঙ্গে ছিলেন না। দুইজনকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন রিয়াল কোচ। তিনি বলেন, ‘ভিনিসিয়াস এবং ক্রুস হালকা ব্যথা অনুভব করছে। তাই তাদের লা লিগার ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। তবে দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে তাদের দুইজনকেই পাওয়া যাবে।’
সারাবাংলা/এসএস