Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি হারালেন আল নাসেরের কোচ

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৩ ১২:৩১

ক’দিন ধরেই গুঞ্জন চলছিল চাকরি হারাতে যাচ্ছেন আল নাসেরের কোচ রুডি গার্সিয়া। মাত্র এক বছর আগেই দায়িত্ব গ্রহণ করেছিলেন রুডি গার্সিয়া। এবার হারালেন চাকরি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) টুইটারে একটি টুইট করে গার্সিয়াকে চাকরিচ্যুতকরার ব্যাপারটি জানায় আল নাসের।

ঠিক কি কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে সে ব্যাপারটি খোলাসা করেনি দুই পক্ষের কেউই। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায় ক্রিস্টিয়ানো রোনালদোদের সঙ্গে বনিবনা হচ্ছে না গার্সিয়ার।

এর আগে গেল রোববার সৌদি আরব প্রিমিয়ার লিগের ম্যাচে আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে আল নাসের। এরপর তিনি খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্ট নন বলেও জানান। তিনি বলেন, ‘ফলাফল বেশ খারাপ। খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট নই।’

গত বছরের শেষ দিনে পাঁচবারের ব্যালন দ’অর জয়ী রোনালদোকে দলে টানে আল নাস্‌র। নতুন লিগে এই তারকা ফরোয়ার্ড ভালো খেললেও তার দল সম্প্রতি নেই ছন্দে। লিগে নিজেদের সবশেষ চার ম্যাচে সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে কেবল ৭ পয়েন্ট পেয়েছে তারা। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাস্‌র। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। লিগের ম্যাচ বাকি আছে আর সাতটি। ২০১৯ সালে সবশেষ শিরোপা জেতা দলটির সামনে এখন পথ অনেক কঠিন।

সারাবাংলা/এসএস

আল নাসের কোচ বরখাস্ত ক্রিস্টিয়ানো রোনালদো রুডি গার্সিয়া