আবারও আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত সাকিব
১২ এপ্রিল ২০২৩ ১৭:২৪
আবারও আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে ২০২১ সালের জুলাইয়ে মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন সাকিব। সাকিব ছাড়া বাংলাদেশের পক্ষে কেবল মুশফিকুর রহিম (২০২১ সালের মে মাসে) এই পুরস্কার জিতেছেন।
বুধবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের মার্চ মাসের সেরা পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। মার্চে সেরা খেলোয়াড় নির্বাচনে সাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান।
পুরস্কার জিতে নিজের প্রতিক্রিয়ায় সাকিব বলেছেন ‘আমি এ পুরস্কার জিততে পেরে সম্মানিত। বিশেষজ্ঞ প্যানেল যারা আমাকে ভোট দিয়েছে, তাদের ধন্যবাদ দিতে চাই। এ স্বীকৃতির মূল্য আমার কাছে অনেক। কারণ দুর্দান্ত কিছু ক্রিকেটারের বেশ কিছু বিশেষ পারফরম্যান্স ছিল গত মাসে।’
গত মার্চ মাসটা দারুণ কেটেছে সাকিবের। গত মাসে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তারপর আয়ারল্যান্ডকেও হোয়াইটয়াশ করেছে বাংলাদেশ। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে মার্চে ১২ ম্যাচ খেলেছেন সাকিব। যাতে ৩৫৩ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ১৫টি।
এমন পারফরম্যান্সের পর সাকিবের মাস সেরা নির্বাচিত হওয়ার বিষয়টি অনুমিতই ছিল। মার্চে আইসিসির সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন হেনরিয়েট ইশিময়ে।
সারাবাংলা/এসএইচএস