Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী গ্রুপ ক্রিকেটার্সের চতুর্থ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৩ ২১:১২

আগের ম্যাচের মতো আজও দুর্দান্ত বোলিং করলেন সুমান খান, টিপু সুলতান। যাতে প্রতিপক্ষ সিটি ক্লাব গুটিয়ে গেল ২১৪ রানেই। জবাব দিতে নেমে আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মেহেদি মারুফ আজও দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন। মিডল অর্ডারে রান পেয়েছেন অধিনায়ক আকবর আলী। সব মিলিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চতুর্থ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সিটি ক্লাবের বিপক্ষে আজ ৫ উইকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিজ্ঞাপন

আকবর আলীদের আজকের জয়টা এলো অনেকটা আগের ম্যাচের মতো করেই। সুমন খান, টিপু সুলতানরা প্রথমে বোলিং করে প্রতিপক্ষকে অল্পতেই আটকে রাখলেন। পরে মেহেদি মারুফ, ফরহাদ হোসেনরা ঠাণ্ডা মাথায় সেই টার্গেট পেরিয়েছেন। আজ ব্যাটিংয়ে আকবর আলীও অবশ্য বড় ভূমিকা রাখলেন।

আজ টানা দুই জয় পাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্স এ নিয়ে লিগে চার ম্যাচ জিতল। ৯ ম্যাচে চতুর্থ জয় পাওয়া দলটি এখন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।

মঙ্গলবার (১১ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে বোলিং করতে শুরুতেই প্রতিপক্ষকে বড় ধাক্কা দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৪০ রানে তিন উইকেট তুলে নেয় দলটি। ৯৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে বসে সিটি ক্লাব। তবে এরপর সিটির অধিনায়ক আসিফ আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন শক্ত একটা ‍জুটি গড়েছেন। তবু বড় সংগ্রহ অবশ্য পায়নি সিটি ক্লাব।

৫০ ওভারে ২১৪ রানে থেমেছে সিটি ক্লাব। অধিনায়ক আসিফ ৯৭ বল খেলে ২টি চার ৩টি ছয়ে সর্বোচ্চ ৬০ রান করেন। ৭৪ বলে ৪৭ রান করেন আব্দুল্লাহ আল মামুন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সুমন খান ৫০ রানে চার উইকেট নিয়েছেন। টিপু সুলতান ও মোহাম্মদ ইনামুল দুটি করে উইকেট নিয়েছেন।

পরে জবাব দিতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে শুরুতে ঝড় তুলেছিলেন হাবিবুর রহমান সোহান। তার ইনিংসটা অবশ্য বেশি বড় হয়নি। ১১ বলে ২১ রান করে ফিরেছেন দলীয় ৩৭ রানের মাথায়। এরপর ফরহাদ হোসেনকে নিয়ে শক্ত একটা জুটি গড়েন মেহেদি মারুফ।

দ্বিতীয় উইকেটে ৮৩  রান তোলেন দুজন। মেহেদি মারুফ ১১৯ বলে ৬৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর আকবর আলীকে নিয়ে এগিয়েছেন ফরহাদ হোসেন। ফরহাদ ২ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেও আকবর হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জয়ের কাছাকাছিও নিয়েছেন।

বিজ্ঞাপন

৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ২১৫ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আকবর আলী ৫৪ বলে ২টি চার ৩টি ছয়ে ৫০ রান করে আউট হন। ফরহাদ ৬৫ বলে ৪৮ রান করেন।

সারাবাংলা/এসএইচএস

গাজী গ্রুপ ক্রিকেটার্স টপ নিউজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর