রোমাঞ্চকর জয়ে আশা বাঁচিয়ে রাখল মোহামেডান
১১ এপ্রিল ২০২৩ ২০:১৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ২০:৩৩
হারলে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের দৌড় থেকে ছিটকে পড়ার শঙ্কা ছিল মোহামেডানের। নিজেরা আগে ব্যাটিং করে ১৯০ রানেই গুটিয়ে গিয়ে শঙ্কাটা জোড়ালো করেছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। শেষ পর্যন্ত অবশ্য শঙ্কা কাটিয়েছে মোহামেডান। জ্যাক লিনটট, সাকিব আল হাসানদের দারুণ বোলিংয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শেষ পর্যন্ত ১০ রানের জয় পেয়েছে দলটি। টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে মোহামেডানের গুরুত্বপূর্ণ এই জয়ে ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
এই জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এলো মোহামেডান। এবারের আসরে নিজেদের প্রথম পাঁচ ম্যাচ হারা মোহামেডান এ নিয়ে পেল টানা চতুর্থ জয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের ১৯০ রানের জবাব দিতে নেমে ২ উইকেটে ১০৫ রান তুলে ফেলেছিল বাদার্স ইউনিয়ন। সেখান থেকে প্রতিপক্ষের লাগাম টেনে ধরেন জ্যাক লিনটট। লিনটট ঘূর্ণিতে মাত্র ১ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে ফেলে ব্রাদার্স।
তাতে যে চাপে পরে যায় দলটি সেই চাপ কাটিয়ে পরে আর তাদের জেতা হয়নি। শেষ দিকে স্পিনার আব্দুল গফফার দারুণ এক ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। ৪৭.১ ওভারে আব্দুল গফফার সীমানায় ধরা পড়লে ১৮০ রানে থেমেছে ব্রাদার্স ইউনিয়ন। যাতে শেষ পর্যন্ত ১০ রানের জয় পেয়েছে মোহামেডান। ব্রাদার্সের হয়ে জাহিদুজ্জামান সর্বোচ্চ ৪১ রান করেন।
মোহামেডানের হয়ে জ্যাক লিনটট ১০ ওভারে ৩৭ রানে পাঁচ উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান ১০ ওভারে ৩০ রানে নিয়েছেন দুই উইকেট।
এর আগে ব্যাটিং করতে নামা মোহামেডান ৫৯ রানে চার উইকেট হারিয়ে ফেলে। তারপর দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ হাল ধরেন। আগের ম্যাচে দারুণ এক হাফ সেঞ্চুরি করা মাহমুদউল্লাহ আজ ৬৮ বলে ৫৮ রান করেন। সাকিব ৪৫ বলে ৩৭ রান করেন। জ্যাক লিনটট ২৮ রান করেন। ব্রাদার্সের হয়ে মোহর শেখ ও আনিছুল ইসলাম ইমন তিনটি করে উইকেট নিয়েছেন।
লিগে দিনের অপর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭৬ রানের জয় পেয়েছে ঢাকা লিওপার্ডস ক্রিকেট ক্লাব।
সারাবাংলা/এসএইচএস