Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালভার্দের বিরুদ্ধে পুলিশে অভিযোগ ভিয়ারিয়াল খেলোয়াড়ের

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৩ ১৪:৩৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১৪:৩৫

সান্তিয়াগো বার্নাব্যুতে হারের পর ভিয়ারিয়াল খেলোয়াড় অ্যালেক্স বায়েনাকে ঘুষি মেরেছেন রিয়াল তারকা ফেদেরিখো ভালভার্দে। তবে ভিয়ারিয়ালের এই জয় বেশিক্ষণ উদযাপন করার সুযোগ হয়নি অ্যালেক্স বায়েনার। ফেদে ভালভার্দের ঘুষি খেয়েছেন ভিয়ারিয়ালের এই তারকার। এরপর এই ঘটনায় পুলিশে অভিযোগ করেছেন ভিয়ারিয়াল খেলোয়াড়।

বায়েনার থানায় অভিযোগ করার কথা নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। গতকাল অফিসিয়াল এক বিবৃতিতে স্প্যানিশ এই ক্লাবটি বলেছে, ‘গত রাতে ভিয়ারিয়াল ফুটবলার অ্যালেক্স বয়েনা লাঞ্ছনার শিকার হয়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে যখন তিনি টিম বাসে উঠবেন, তখন এই ঘটনা ঘটেছে। এমন ঘটনায় পুলিশের কাছে অভিযোগের সিদ্ধান্ত নিয়েছেন সেই খেলোয়াড়। এই অবস্থায় ভিয়ারিয়াল তাকে পূর্ণ সমর্থন দেবে।’

বিজ্ঞাপন

ভিয়ারিয়ালের বায়েনাকে ভালভার্দের ঘুষি

ম্যাচ শেষে সান্তিয়াগো বার্নাব্যুর পার্কিং লটে ভিয়ারিয়ালের অ্যালেক্স বায়েনাকে ঘুষি মেরেছে ভালভার্দে। স্প্যানিশ সংবাদমাধ্য এল পায়েস জানিয়েছে, ঘটনা স্থলে কেব ভালভার্দে একাই ছিলেন না। তার সঙ্গে আরও কয়েকন মাদ্রিদ খেলোয়াড় ছিলেন। তবে কোন কোন খেলোয়াড় ছিলেন সে ব্যাপারে কিছুই জানায়নি পত্রিকাটি।

উল্লেখ্য, স্প্যানিশ দৈনিকগুলো খোলাসা করে ঠিক কি কারণে এভাবে বায়েনার ওপর আক্রমণ করেছেন ভালভার্দে। সংবাদমাধ্যমগুলো  জানিয়েছে এই ঘটনার সূত্রপাত গেল জানুয়ারিয়াতে ভিয়ারিয়াল এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার কোপা দেল রে’র ম্যাচে। সে সময় ফেদে ভালভার্দের বান্ধবী গর্ভপাত হয় বলে সংবাদ আসে। আর তা নিয়ে বাজে কথা বলেন বায়েনা।

বিজ্ঞাপন

ভালভার্দেকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখন কান্না করো। কারণ তোমার ছেলে আর জন্মাবে না।’

সারাবাংলা/এসএস

অ্যালেক্স বায়েনা পুলিশে অভিযোগ ফেদে ভালভার্দে

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর