Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের মাহমুদউল্লাহকে ছাড়াই ওয়ানডে দল ঘোষণা, ছুটি মিলছে না লিটনের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৩ ১৬:৫০ | আপডেট: ৯ এপ্রিল ২০২৩ ১৮:১৪

আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল (বিসিবি)। ওয়ানডে দলে আবারও উপেক্ষিত অভিজ্ঞ মাহমুদউল্লাহ। তারকা পেসার তাসকিন আহমেদও নেই দলে। চোটের কারণে সদ্য সমাপ্ত আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে পড়েছিলেন তাসকিন। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

আগামী মে মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার এই সিরিজটি। সিরিজের তিনটি ম্যাচ আইসিসি সুপার লিগের অংশ।

বিজ্ঞাপন

তারকা ব্যাটার লিটন দাসও রয়েছেন দলে। আইপিএল খেলতে আজ দেশ ছাড়ার কথা লিটনের। আইপিএল চলাকালেই শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার এই সিরিজটি। ফলে লিটন এই সিরিজে খেলবেন নাকি তাকে আইপিএলের জন্য ছুটি দেওয়া হবে তা নিয়ে চলছিল জল্পনা।

তবে তাকে রেখেই আয়ারর‌্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা হওয়াতে নিশ্চিত হলো আইপিএলের জন্য ছুটি পাচ্ছেন না লিটন। আগেই আইপিএল খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমানকেও রাখা হয়েছে এই সিরিজের দলে। অর্থাৎ মোস্তাফিজও আইপিএলের জন্য ছুটি পাচ্ছেন না।

প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও আইসিসি সুপার লিগের অংশ বলে এই সিরিজের দল নির্বাচনে হয়তো ‘বিলাসি’ হতে চায়নি বিসিবি! ইনজুরির কারণে ছিটকে পড়া তাসকিন ছাড়া পূর্ণ শক্তির দলই ঘোষণা করা হয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৯ মে। পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ১২ ও ১৪ মে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বিসিবি মাহমুদউল্লাহ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর