Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের উপস্থিতিতে মোহামেডানকে জেতালেন ইমরুল-মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৩ ১৯:২০ | আপডেট: ৮ এপ্রিল ২০২৩ ২১:০৪

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট শেষ হয়েছে গতকাল। মিরপুরে টানা চার দিন টেস্ট খেলার সেই ধকল নিয়েই আজ মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। দুজনকে নিয়ে প্রিমিয়ার লিগে আজ টানা তৃতীয় জয় পেয়েছে মোহামেডান। অবশ্য মোহামেডানের জয়ের দিনে সাকিব-মিরাজ খুব একটা জ্বলে উঠতে পারেননি। সিটি ক্লাবের বিপক্ষে মোহামেডানের ১০১ রানে জয়ের নায়ক দুই অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

দারুণ এক সেঞ্চুরি করেছেন ইমরুল। ৭১ রানের ঝলমলে ইনিংস খেলে অবদান রেখেছেন মাহমুদউল্লাহ। এই জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এলো আসরে নিজেদের প্রথম পাঁচ ম্যাচ হারা মোহামেডান।

শনিবার (৮ এপ্রিল) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির তিন নম্বার মাঠে মোহামেডানের ব্যাটিংটা হয়েছে দুর্দান্ত। আগে ব্যাটিং করতে নেমে ৩৪৮ রানের বিশাল সংগ্রহ গড়ে ঐতিহ্যবাহী ক্লাবটি। ওপেনার ইমরুল কায়েসের সঙ্গে শুরুতে বড় জুটি গড়তে পারেননি কেউ।

পঞ্চম উইকেটে ১১৯ রানের জুটি গড়েন ইমরুল-মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহ ৫৯ বলে ৭টি চার ৪টি ছয়ে ৭১ রান করে ফিরলে ছয় নম্বরে ব্যাটিং করতে নামেন মাহিদুল ইসলাম অঙ্কন। উইকেটরক্ষক এই ব্যাটার করেন ৫২ বলে ৬৫ রান। সাকিব আল হাসান ব্যাটিং করতে নেমেছেন সাত নম্বরে, ম্যাচের ৪৪তম ওভারে। শেষ ওভারে ফেরার আগে ১৬ বলে ২টি চার ১টি ছয়ে ২৬ রান করেছেন সাকিব। মেহেদি হাসান মিরাজ চার নম্বরে নেমে ৮ বলে ৬ রান করে আউট হয়েছেন।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪৮ রানে থেমেছে মোহামেডান। সিটি ক্লাবের হয়ে ৬৮ রানে ৩ উইকেট নিয়েছেন রায়ান রাহমান।

পরে বড় সংগ্রহের সবার দিতে নেমে কখনোই জয়ের সম্ভবনা জাগাতে পারেনি সিটি ক্লাব। চতুর্থ ওভারে ওপেনার জয়রাজ শেখকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। ১২৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। এরপর অধিনায়ক আসিফ আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন মিলে ১০২ রানের একটা জুটি গড়ে দলটার হারের ব্যবধানই কেবল কমাতে পেরেছেন।

৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৭ রানে থেমেছে সিটি ক্লাব। আব্দুল্লাহ আল মামুন ৬৫ বলে সর্বোচ্চ ৭০ রান করেছেন। ৯৬ বলে ৫২ রান করেছেন অধিনায়ক আসিফ আহমেদ। মোহামেডানের হয়ে জ্যাক লিন্টট ৬৮ রানে তিন উইকেট নিয়েছেন। সাকিব ১০ ওভারে ৩৬ রান খরচায় ও মিরাজ ১০ ওভারে ২৯ রান খরচায় ১টি করে উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

প্রিমিয়ার লিগ মেহেদি হাসান মিরাজ মোহামেডান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর