আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয়ই পেল বাংলাদেশ
৭ এপ্রিল ২০২৩ ১৩:৫৬ | আপডেট: ৭ এপ্রিল ২০২৩ ১৪:০৯
মিরপুর টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি ছিল বাংলাদেশের সামনে। প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫১ রানেই আয়ারল্যান্ডের পাঁচ উইকেট তুলে নেয়। কিন্তু তারপরই পরিস্থিতি পাল্টে গেল ভেলকিবাজির মতো। দারুণ প্রতিরোধে আইরিশরা ইনিংস হার তো এড়ালোই, উল্টো বেশ ভালো একটা লিডও দাঁড় করালো বাংলাদেশের সামনে। দ্বিতীয় ইনিংসে ২৯২ রান তুলে বাংলাদেশের সামনে ১৩৫ রানের লিড দাঁড় করিয়েছিল সফরকারীরা। অবশ্য এই টার্গেট পেরুতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে।
মিরপুর টেস্টে শেষ পর্যন্ত ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ২৭.১ ওভারেই আয়ারল্যান্ডের দেওয়া ১৩৫ রানের টার্গেট পেরিয়ে গেছে সাকিব আল হাসানের দল। ৪৮ বলে ৫১ রান করে বাংলাদেশের রান তাড়ায় বড় ভূমিকা মুশফিকুর রহিমের। ঘরের মাঠে বাংলাদেশের এটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
শুক্রবার (৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩৫ রানের লিড তাড়া করতে নেমে দ্রুত রান তুলতে চেয়েছে বাংলাদেশ। ওপেনার লিটন দাস ফিরেছেন তাড়াহুরাতেই। দলীয় ৩২ রানের মাথায় ১৯ বলে ২৩ রান করা লিটন সরাসরি বোল্ড হয়েছেন।
খানিক বাদে ৪ রান করা নাজমুল হোসেন শান্ত ক্যাচ আউট হয়েছেন। তবে মুশফিকুর রহিম চারে নামতেই যেন সব চাপ কেটে যায়! প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করা মুশফিকও দ্রুত রান তুলেছেন। তবে তার বিপক্ষে কোনো সুযোগই পায়নি আয়ারল্যান্ডের বোলাররা।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অপরপ্রান্তে সাবধানে এগুচ্ছিলেন। কিন্তু দলীয় ১০৫ রানের মাথায় বেন হোয়াইটকে পুল করতে গিয়ে বল বাতাসে ভাসিয়ে দেন তামিম। ফিরেছেন ৬৫ বলে ৩টি চারের সাহায্যে ৩১ রান করে। মুমিনুলকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরেছেন মুশফিক।
৪৮ বলে ৫১ রান করতে মুশফিকুর রহিম চার মেরেছেন ৭টি। মুমিনুল হক ২২ বলে ১টি চার ১টি ছয়ের সাহায্যে ২০ রানে অপরাজিত ছিলেন।
এর আগে সকালে ইবাদত হোসেনের পেসে দ্রুত গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা আয়ারল্যান্ড আজ থেমেছে ২৯২ রানে। সকালের আদ্রতা কাজে লাগিয়ে দারুণ বোলিং করেছেন বাংলাদেশি পেসার ইবাদত হোসেন চৌধুরী। ইবাদতেই বাকি দুই উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড।
সকালে ইবাদতের ফুলার লেংথের বলে সরাসরি বোল্ড হয়েছেন আগের দিন দুর্দান্ত ব্যাটিং করা অ্যান্ডি ম্যাকব্রাইন। আগের দিন ৭১ রানে অপরাজিত থাকা ম্যাকব্রাইন আজ মাত্র ১ রান যোগ করতে পেরেছেন। ১৫৬ বল খেলে ৮টি চার ১টি ছয়ে ৭২ রান করেছেন তিনি।
খানিক বাদে গ্রাহাম হোমকে (১৪) উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন ইবাদত। ইবাদতের লেংথ বলে অফসাইডে খেলতে গিয়ে ঠিকমতো ব্যাটে নিতে পারেননি হোম। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের কাছে। ২৯২ রানে থেমেছে আয়ারল্যান্ড।
বাংলাদেশের হয়ে ৯০ রানে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ইবাদত ৩৭ রানে নিয়েছেন তিন উইকেট। ২৬ রানে দুই উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
উল্লেখ্য, নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রান তুলেছিল আয়ারল্যান্ড। বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ৩৬৯ রান।
সারাবাংলা/এসএইচএস