এমসিসি’র আজীবন সম্মানিত সদস্যপদ পেলেন মাশরাফি
৫ এপ্রিল ২০২৩ ১৮:০২ | আপডেট: ৬ এপ্রিল ২০২৩ ১০:৫২
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মানিত সদস্যপদ পেলেন মাশরাফি বিন মুর্তজা। বুধবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে এমসিসি।
মাশরাফি বিন মুর্তজার আগে অবশ্য আরেক বাংলাদেসি এমিসিসি’র আজীবন সদস্যপদ লাভ করেছেন। টাইগারদের সাবেক অধিনায়ক দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন। তার আগে এই সম্মানে ভূষিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
👏 MCC awards Honorary Life Membership of the Club to some of the world’s finest cricketers.
We can now reveal the names of the latest men and women to have been bestowed with this privilege ⤵️#CricketTwitter
— Marylebone Cricket Club (@MCCOfficial) April 5, 2023
বুধবার এই বিবৃতিতে ৮টি টেস্ট খেলুড়ে দেশের মোট ১৯ ক্রিকেটারকে আজীবন সম্মানিত সদস্য করেছে।
এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার মেরিসা আগুইলেইরা (২০০৮-১৯), ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০৪-১৯), ঝুলন গোস্বামী (২০০২-২২), ইংল্যান্ডের জেনি গান (২০০৪-১৯), পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ (২০০৩-২১), অস্ট্রেলিয়ার র্যাচেল হেইন্স (২০০৯-২২), ইংল্যান্ডের লরা মার্শ (২০০৬-১৯), সাবেক ইংলিশ অধিনায়ক এউইন মরগান (২০০৬-২২), বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (২০০১-২০১৯), সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন (২০০৫-১৪), ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না (২০০৫-১৮), ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ (১৯৯৯-২২), নিউজিল্যান্ডের অ্যামি সাটারওয়েট (২০০৭-২২), ইংল্যান্ডের অ্যানিয়া স্রাবসোল (২০০৮-২২), সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (২০০০-১৭), দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন (২০০৪-২০), নিউজিল্যান্ড ব্যাটার রস টেইলর (২০০৬-২২)।
সারাবাংলা/এসএস