Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনিংস ব্যবধানে জয়ের রাস্তা পাকা করে রাখল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৩ ১৭:৩৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৩ ১৭:৫৬

মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে পরাজয়ের সম্ভবনা ভালোভাবেই জাগিয়ে তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড পাওয়া বাংলাদেশ পরে বোলিং করতে নেমে ২৭ রানেই তুলে নিয়েছে আইরিশদের চার উইকেট। সফকারীরা এখনো ১২৮ রানে পিছিয়ে। উইকেটে বাংলাদেশি তিন স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ যেমন দাপট দেখাচ্ছেন তাতে ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখা যেতেই পারে।

বিজ্ঞাপন

৪ উইকেটে ২৭ রান তুলে আজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। শেষ বিকেলে বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব-তাইজুল। আইরিশদের প্রথম ইনিংস থেমেছিল ২১৪ রানে। পরে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে তোলে ৩৬৯ রান।

বুধবার (৫ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ বিকেলে বাংলাদেশের স্পিন আক্রমণের বিপক্ষে রীতিমতো দিশেহারা হয়েছে আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান বাংলাদেশের বোলিং ইনিংসের সূচনা করেন। প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাকিব।

দলীয় খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই জেমস ম্যাককুলামকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। খানিক বাদে পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নেন অপর স্পিনার তাইজুল ইসলাম। ওপেনার মারে কামিন্সকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলার পরের ওভারে আইরিশ অধিনায়ক বালবার্নিকে সরাসরি বোল্ড করেছেন তাইজুল।

সফকারীদের দলীয় রান যখন ১৩ তখন আবারও সাকিবের আঘাত। দারুণ এক টার্ন বলে কার্টিস ক্যাম্ফারকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন সাকিব। ১৩ রানে চতুর্থ উইকেট হারানো আয়ারল্যান্ড দিনের বাকি সময়টা অবশ্য কোনমতে কাটিয়ে দিতে পেরেছে! হ্যারি ট্যাক্টর ও পিটর মুর দাঁতে দাঁত চাপিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন। ৪ উইকেটে ২৭ রান নিয়ে দিন শেষ করেছেন আইরিশরা।

এর আগে ব্যাটিং দাপট দেখিয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজরা। ২ উইকেটে ৩৪ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনে ১২ রানে অপরাজিত থাকা মুমিনুল ফিরেছেন আর মাত্র ৫ রান যোগ করেই। মার্ক আদায়েরের বল এগিয়ে খেলতে গিয়ে মিস করে সরাসরি বোল্ড হয়েছেন মুমিনুল।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ড তখন সুবিধাজনক অবস্থানে। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাকিব আল হাসান চারে নেমে বেছে নেন পাল্টা আক্রমণের পথ। ঝুঁকি নিয়েই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। অপরপ্রান্তে মুশফিকুর রহিমও ছিলেন সাবলীল। দুজনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সেঞ্চুরি পাচ্ছেন দুজনই।

সাকিব একটু বেশি তাড়াহুড়া করতে গিয়েই ফিরেছেন সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে। অ্যান্ডি ম্যাকব্রাইনের বাইরের বল টেনে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাকিব। ৯৪ বলে ১৪টি চারের সাহায্যে ৮৭ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।

তবে সাকিবের বিদায়ে রানের গতি কমেনি বাংলাদেশের। কারণ ছয়ে নেমে লিটন দাসও চালিয়ে খেলেছেন। দাপুটে খেলতে থাকা লিটন ফিরেছেন হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান আগে। বেন হোয়াইটকে হাঁকাতে দিয়ে টাইমিং করতে পারেননি লিটন। ৪১ বলে ৮টি চারের সাহায্যে ৪৩ রান করে ধরা পরেছেন হ্যারি ট্যাক্টরের হাতে।

লিটন ফেরা পরও রানের গতি কমেনি বাংলাদেশের। কারণ মেহেদি হাসান মিরাজ সাতে নেমে দাপুটে ব্যাটিং করে গেছেন। অপর প্রান্তে মুশফিকুর রহিম ছিলেন অবিচল। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশি। তারপরও বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে সাবধানী হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। শেষ পর্যন্ত ১৩৫তম বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন মুশফিক। সেঞ্চুরি পূর্ণ করতে চার মেরেছেন ১৩টি, ছক্কা ১টি।

দিনের তৃতীয় সেশনে ফেরেন মুশফিক। মারে কামিন্সের দুর্দান্ত এক ক্যাচ হওয়ার আগে ১২৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন অভিজ্ঞ ক্রিকেটার। তার ১৬৬ বলের ইনিংসটি ১৫টি চার ১টি ছয়ে সাজানো। মুশফিক ফেরার পর ব্যাটিংয়ের লেজ বেরিয়ে পরে বাংলাদেশের। মেহেদি হাসান মিরাজকে সেভাবে সঙ্গ দিতে পারেননি নিচের দিকের ব্যাটাররা।

একপ্রান্ত আগলে রেখে মিরাজ অবশ্য অনেকক্ষণই খেলে গেছেন। শেষ পর্যন্ত ৩৬৯ রানে থেমেছে বাংলাদেশ। দশম ব্যাটার হিসেবে ৮০ বলে ৬টি চার ২টি ছয়ে ৫৫ রান করে আউট হয়েছেন মিরাজ। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন ১১৮ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর