দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের বড় লিড
৫ এপ্রিল ২০২৩ ১৬:২২ | আপডেট: ৫ এপ্রিল ২০২৩ ১৬:৩৯
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৪০ রানে প্রথম তিন ব্যাটারকে হারায় স্বাগতিকরা। তবে মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা পরিস্থিতি সামলে নিয়েছেন দ্রুতই। দাপুটে ব্যাটিং করেছেন লিটন দাস, মেহেদি হাসান মিরাজরাও। সব মিলিয়ে মিরপুরে প্রথম ইনিংসে বড় লিডই পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে শেষ পর্যন্ত ৩৬৯ রানে। আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে তুলেছিল ২১৪ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ১৫৫ রানের বড় লিড পেল বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। হাফ সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ।
বুধবার (৫ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনে ১২ রানে অপরাজিত থাকা মুমিনুল ফিরেছেন আর মাত্র ৫ রান যোগ করেই। মার্ক আদায়েরের বল এগিয়ে খেলতে গিয়ে মিস করে সরাসরি বোল্ড হয়েছেন মুমিনুল।
আয়ারল্যান্ড তখন সুবিধাজনক অবস্থানে। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাকিব আল হাসান চারে নেমে বেছে নেন পাল্টা আক্রমণের পথ। ঝুঁকি নিয়েই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। অপরপ্রান্তে মুশফিকুর রহিমও ছিলেন সাবলীল। দুজনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সেঞ্চুরি পাচ্ছেন দুজনই।
তবে সাকিব একটু বেশি তাড়াহুড়া করতে গিয়েই ফিরেছেন সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে। অ্যান্ডি ম্যাকব্রাইনের বাইরের বল টেনে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাকিব। ৯৪ বলে ১৪টি চারের সাহায্যে ৮৭ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।
তবে সাকিবের বিদায়ে রানের গতি কমেনি বাংলাদেশের। কারণ ছয়ে নেমে লিটন দাসও চালিয়ে খেলেছেন। দাপুটে খেলতে থাকা লিটন ফিরেছেন হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান আগে। বেন হোয়াইটকে হাঁকাতে দিয়ে টাইমিং করতে পারেননি লিটন। ৪১ বলে ৮টি চারের সাহায্যে ৪৩ রান করে ধরা পরেছেন হ্যারি ট্যাক্টরের হাতে।
লিটন ফেরা পরও রানের গতি কমেনি বাংলাদেশের। কারণ মেহেদি হাসান মিরাজ সাতে নেমে দাপুটে ব্যাটিং করে গেছেন। অপর প্রান্তে মুশফিকুর রহিম ছিলেন অবিচল। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশি। তারপরও বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে সাবধানী হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। শেষ পর্যন্ত ১৩৫তম বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন মুশফিক। সেঞ্চুরি পূর্ণ করতে চার মেরেছেন ১৩টি, ছক্কা ১টি।
দিনের তৃতীয় সেশনে ফেরেন মুশফিক। মারে কামিন্সের দুর্দান্ত এক ক্যাচ হওয়ার আগে ১২৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন অভিজ্ঞ ক্রিকেটার। তার ১৬৬ বলের ইনিংসটি ১৫টি চার ১টি ছয়ে সাজানো। মুশফিক ফেরার পর ব্যাটিংয়ের লেজ বেরিয়ে পরে বাংলাদেশের। মেহেদি হাসান মিরাজকে সেভাবে সঙ্গ দিতে পারেননি নিচের দিকের ব্যাটাররা।
একপ্রান্ত আগলে রেখে মিরাজ অবশ্য অনেকক্ষণই খেলে গেছেন। শেষ পর্যন্ত ৩৬৯ রানে থেমেছে বাংলাদেশ। দশম ব্যাটার হিসেবে ৮০ বলে ৬টি চার ২টি ছয়ে ৫৫ রান করে আউট হয়েছেন মিরাজ। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রাইন ১১৮ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন।
সারাবাংলা/এসএইচএস