মুমিনুল বিদায়ের পর সাকিব-মুশফিকের পাল্টা আক্রমণ
৫ এপ্রিল ২০২৩ ১২:১৯ | আপডেট: ৫ এপ্রিল ২০২৩ ১২:৩৩
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে গতকাল শেষ বিকেলটা ভালো কাটেনি বাংলাদেশের। শেষ বিকেলে দুই ওপেনারকে হারিয়েছে স্বাগতিকরা। আজ সকালটাও প্রত্যাশিত হলো না। সকালে ফিরে গেলেন মুমিনুল হকও। তবে ৪০ রানে তিন উইকেট হারানো বাংলাদেশের হয়ে তারপর পাল্টা আক্রমণ করেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। এই দুজনের ব্যাটে মিরপুর টেস্টে বেশ শক্ত অবস্থানে বাংলাদেশ।
৩ উইকেটে ১৭০ রান তুলে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। অর্থাৎ সাত উইকেট হাতে রেখে আর মাত্র ৪৪ রানে পিছিয়ে বাংলাদেশ। সাকিব, মুশফিক দুজনেই দ্রুত রান তুলেছেন। সাকিব ব্যাটিং করেছেন রীতিমতো রঙিন পোশাকের ক্রিকেটের মতোই। ৭৪ বলে ৭৪ রানে অপরাজিত আছেন তিনি। ৭৭ বলে ৫৩ রান করে অপরাজিত মুশফিকুর রহিম।
বুধবার (৫ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনে ১২ রানে অপরাজিত থাকা মুমিনুল ফিরেছেন আর মাত্র ৫ রান যোগ করেই। মার্ক আদায়েরের বল এগিয়ে খেলতে গিয়ে মিস করে সরাসরি বোল্ড হয়েছেন মুমিনুল।
আয়ারল্যান্ড তখন সুবিধাজনক অবস্থানে। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাকিব আল হাসান চারে নেমে বেছে নেন পাল্টা আক্রমণের পথ। ঝুঁকি নিয়েই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। অপরপ্রান্তে মুশফিকুর রহিমও ছিলেন সাবলীল।
দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে চতুর্থ উইকেটে ১৪৬ বলে ১৩০ রানের অপরাজিত জুটি গড়েন দুজন। সাকিব ৭৪ বলে ৭৪ রান করতে চার মেরেছেন ১২টি। অপর দিকে মুশফিক ৭৭ বলে ৫৩ রান করেছেন ৬টি চার ১টি ছক্কার সাহায্যে।
উল্লেখ্য, গতকাল নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম।
সারাবাংলা/এসএইচএস