সারা দিনে সাকিবের মাত্র ৩ ওভার বোলিং কেন?
৪ এপ্রিল ২০২৩ ২১:২৫ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ২২:৫২
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশের। বিশেষ করে বোলিংয়ে। আগে ব্যাটিং করতে নেমে আইরিশদের আজ ২১৪ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এতে বড় ভূমিকা স্পিন বোলিং বিভাগের। দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ মিলেই নিয়েছেন ৭ উইকেট।
তবে স্পিনারদের এমন দাপটের দিনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বোলিং করেছেন মাত্র ৩ ওভার! দিনের প্রথম দুই সেশনে বোলিংয়েই আসেননি সাকিব। তখন মনে হচ্ছিল, সম্ভবত ইনজুরির কারণে বোলিং করছেন না তিনি। যেমনটি ভারতের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে করেননি। কিন্তু দিনের তৃতীয় সেশনের মাঝমাঝি সময়ে বোলিংয়ে এসে সেই আন্দাজ মিথ্যা প্রমাণ করেছেন। দেরিতে বোলিংয়ে আসা সাকিব মাত্র তিন ওভার পরই নিজেকে সরিয়ে নেন। দিনের বাকি সময়ে আর বোলিং করেননি। দলের অন্যতম সেরা বোলার সাকিব এমনটি করলেন কেন?
এই প্রশ্নের উত্তর নেই টিমমেট তাইজুল ইসলামের কাছেও। আইরিশদের বিপক্ষে তাইজুল আজ ৫ উইকেট তুলে নিয়েছেন। দিনের খেলা শেষে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সাকিবের মাত্র তিন ওভার বোলিং করা প্রসঙ্গে প্রশ্ন উঠল স্বাভাবিকভাবেই।
জবাবে তাইজুল বললেন, ‘তেমন কোনো কারণ বলেন নাই আমাদের। হয়তোবা আমাদেরকে দিয়েই করানোর ইচ্ছা ছিল। আমরা খারাপ করলে হয়তো উনি আসতেন।’
আয়াল্যান্ডের পক্ষে অভিষেকেই আজ ফিফটির দেখা পাওয়া হ্যারি ট্যাক্টরের কাছে বিষয়টি রীতিমতো বিস্ময়ের। তিনি বলেন, ‘ সে (সাকিব) তো বিশ্বমানের বোলার। ফলে সে যেকোনো সময় বোলিং না করলেই সেটি বোধহয় বিস্ময়কর। আমি নিশ্চিত, তার বোলিং না করার কোনো কারণ ছিল। তার মানে এই না যে সে বিশ্বমানের নয়।’
মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ২১৪ রানে গুটিয়ে দেওয়া বাংলাদেশের ব্যাটিংটাও ভালো হয়নি। শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২ উইকেটে ৩৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। অর্থাৎ হাতে ৮ উইকেট রেখে ১৮০ রানে পিছিয়ে বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস