আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
৪ এপ্রিল ২০২৩ ০৯:৩৩ | আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ০৯:৫৩
মঙ্গলবার (৪ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। শুরুতে গুঞ্জন ছিল দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং সহঅধিনায়ক লিটন দাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাবে একারণে থাকছেন না এই টেস্টে। তবে সব গুঞ্জন উড়িয়ে তাদের নিয়েই সাজানো হয়েছে দল।
মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।
ম্যাচ শুরুর আগের দিন দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ দল। দুর্দান্ত ছন্দে থাকা এবং দলের সেরা পেসার তাসকিন আহমদ চোটে পড়ে ছিটকে গেছেন।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং ইবাদত হোসেন।
মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেকটর, পিজে মুর, কার্টিস ক্যাম্ফার, লকরান টাকার, (উইকেটরক্ষক), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিনি, গ্রাহাম হিউম এবং বেন হোয়াইট।
সারাবাংলা/এসএস