Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ড টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২৩ ১৬:২০

রঙিন পোশাকের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে তাসকিন আহমেদ। নিজেকে মেলে ধরেছিলেন সাদা পোশাকেও। দলের পেস বোলিংয়ের নেতৃত্বের ভার এখন এই ডানহাতি পেসারের কাধেই। আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার (৪ এপ্রিল) একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। এর ঠিক একদিন আগে চোটে পড়ে ছিটকে গেলেন তাসকিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন তাসকিন। চোট থেকে সেরে উঠতে তার দুই সপ্তাহ সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেট খেলতে নেমেছিলেন তিনি। চোটের কারণে সাদা পোশাকে নিয়মিত হতে পারছেন না তাসকিন। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছিলেন। এর আগে ৭ মাস চোটের কারণে টেস্ট খেলা হয়নি এই ডানহাতি পেসারের। এবার চোটের কারণে আরও একটি টেস্ট ম্যাচ খেলা হলো না তার।

সারাবাংলা/এসএস

ইনজুরিতে তাসকিন টেস্ট তাসকিন আহমেদ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর