Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনশেষে ছোট দলের বিপক্ষে হারতে চাই না: মিরাজ

স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২৩ ১৫:৫৬

২০০০ সালের ১০ নভেম্বর নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে মাঠে নামে বাংলাদেশ দল। এর প্রায় দেড় যুগেরও পরে এসে টেস্টে অভিষেক আয়ারল্যান্ডের। বাংলাদেশ যেখানে ১৩৬টি টেস্ট খেলে ফেলেছে, সেখানে আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচের সংখ্যা মাত্র তিনটি। অর্থাৎ সাদা পোশাকের ক্রিকেটে আইরিশদের চেয়ে যোজন যোজন এগিয়ে টিম বাংলাদেশ। অর্থাৎ সময়ের ব্যপ্তি হিসাব করলে বাংলাদেশের চেয়ে টেস্টে বেশ ছোট দলই আয়ারল্যান্ড। আর তাই তো দিনশেষে ছোট দলের বিপক্ষে হারতে চায় না বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এটাই জানিয়ে দিলেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

বিজ্ঞাপন

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আয়ারল্যান্ডের অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের ম্যাচ খেলেছে তারা। অনুমেয়ভাবে হেরেছে তিনটিতেই। তাই তো এই ম্যাচে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারি। কিন্তু পুরনো একটি পরিসংখ্যান বাংলাদেশের মনে ভয় ধরিয়ে দিতে যথেষ্ট। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের জেতার কোনো রেকর্ড নেই! আফগানিস্তানের মতো টেস্টের নবীন সদস্য দেশটির বিপক্ষেও ঘরের মাঠে পরাজয়ের স্বাদ পেয়েছে। আর তাই তো আগামীকাল শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে সতর্ক থেকে ম্যাচ জিততে চায় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে টেস্টটি। এই টেস্টের আগে আফগানিস্তানের প্রসঙ্গও ঘুরে ফিরে আসছে। কেননা আফগানদের সহজভাবে নিয়ে শেষ পর্যন্ত হারের স্বাদ পেতে হয়েছে। দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ অবশ্য জানিয়েছেন, পুরো ফোকাস নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তিনি বলেন ‘মনে হয় আমরা বড় দলের চেয়ে ছোট দলের বিপক্ষে বেশি ফোকাসড থাকি। দিনশেষে ছোট দলের বিপক্ষে হারতে চাই না। ভারতের সঙ্গে রেকর্ড হোক আর আয়ারল্যান্ডের বিপক্ষে, খাতা কিন্তু বদলাবে না।’

এর আগে ২০১৯ সালে টেস্টে নবীন আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নেমে হেরেছিল বাংলাদেশ। আর সেই ম্যাচের দুর্বিষহ স্মৃতি বারবারই সামনে উঠে আসে। সেই স্মৃতি নিয়ে অবশ্য পড়ে থাকতে চায় না বাংলাদেশ। অতীত ভুলে বর্তমান নিয়েই কাজ করতে চায় টাইগাররা। আয়ারল্যান্ড টেস্টে নতুন হলেও তাদের সমীহ করছে স্বাগতিকরা।

মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক খেলা তো আন্তর্জাতিক খেলাই। এক নম্বর দলের সঙ্গে খেললে একই রকম অনুভূতি কাজ করে, দশ নম্বর দলের বিপক্ষে খেললেও একই রকম অনুভূতি। যেটা আপনি বললেন, আউটকাম কী হবে সেটা হচ্ছে পরের বিষয়। আগের কাজটা তো করতে হবে। হারবো নাকি জিতবো- ওটা নিয়ে কখনও চিন্তিত না। আমরা চেষ্টা করি সবসময় বর্তমানে থাকার জন্য।’

‘আমরা সবাই অনেক সিরিয়াস। ম্যাচ যখন খেলে আপনি দেখবেন না, ভারতের সঙ্গে খেললে অনেক বেশি সিরিয়াস থাকতে আর আয়ারল্যান্ডের সঙ্গে খেললে কম ফোকাস থাকত, ব্যাপারটা কিন্তু এরকম না। ফোকাস সব সময় একই রকম থাকে। হয়তো আত্মবিশ্বাস অনেক বেশি কাজ করে।’—যোগ করেন মিরাজ।

সারাবাংলা/এসএস

আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ টেস্ট টেস্ট সিরিজ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর