Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ৩০০ দিন মেসেজ, ভক্তকে ভিডিও কল করলেন ব্রুনো

স্পোর্টস ডেস্ক
২ এপ্রিল ২০২৩ ১৪:৩৬

ম্যানচেস্টার ইউনাইটেড ছন্দ খুঁজে পেয়ে ব্রুনো ফার্নান্দেজ আর মার্কাস রাশফোর্ডে ভর করে। মাঠের পারফরম্যান্সে ভক্তদের মন তো জিতেই চলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। এবার মাঠের বাইরের কাজেও জিতে নিলেন ভক্তদের হৃদয়। পর্তুগিজ এই তারকাকে টানা ৩০০ দিন মেসেজ করেছেন এক ভক্ত আর এতেই ভক্তটিকে সাড়া না দিয়ে থাকতে পারেননি। ভক্তের এমন কাণ্ডে ব্রুনো ভিডিও কলে এসে কথা বলেছেন এবং কথা দিয়েছেন তার স্বাক্ষরকৃত একটি জার্সিও তাকে উপহার পাঠাবেন।

বিজ্ঞাপন

ব্রুনো ফার্নান্দেজ বলেন, ‘আমি তোমাকে (ভক্তকে) টুইটারে দেখেছি। প্রায় ২৮০ দিন পর্যন্ত আমি তোমাকে দেখেছি আর তখন মনে মনে ঠিক করেছিলাম যদি তুমি ৩০০ দিন পর্যন্ত পৌঁছাতে পারো তাহলে আমার স্বাক্ষর করা একটি জার্সি তোমাকে উপহার পাঠাব।’

কেবল জার্সিই উপহার দেননি ব্রুনো সেই সঙ্গে তাকে ওল্ড ট্রাফোর্ডে এসে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখারও আমন্ত্রণ জানিয়েছেন। ব্রুনো বলেন, ‘আমি সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমাকে সমর্থন দেওয়ার জন্য এবং ক্লাবকে সমর্থন দেওয়ার জন্য। এবং আমি তোমাকে আমার জার্সি উপহার হিসেবে দিতে চাই।’

ব্রুনোর এমন কাণ্ডে বিস্মিত সেই ভক্তও। ভিডিও কলে ভক্ত উত্তরে বলেন, ‘আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না। আমি খুব খুশি। আমি একদিন ওল্ড ট্রাফোর্ডে আসবো। আমি তোমাকে এই ক্লাবে আরও অনেক বছর খেলতে দেখতে চাই। আশা করছি আমি তোমাকে সরাসরি মাঠে এসে খেলতে দেখতে পারবো।’

রোববার (২ এপ্রিল) রাতে প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগ টেবিলের তিনে অবস্থান করছে রেড ডেভিলরা।

সারাবাংলা/এসএস

পুরষ্কার পেলেন ভক্ত ব্রুনো ফার্নান্দেজ ভক্ত ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর