Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারলেও আফসোস নেই বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৩ ২৩:৩৫ | আপডেট: ১ এপ্রিল ২০২৩ ১০:১০

ঘরের মাঠে ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে টানা আট ম্যাচ জেতার পর আজ হারল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে বাংলাদেশকে ১২৪ রানেই আটকে রেখে পরে ৭ উইকেটে ম্যাচ জিতেছে আয়ারল্যান্ড। গত কয়েক ম্যাচ ধরে দুর্দান্ত আক্রমণাত্মক ব্যাটিং এবং পেস বোলিং আক্রমণের কল্যাণেই মূলত সাফল্য পেয়েছে বাংলাদেশ। আজ হারতে হলো ব্যাটিং ব্যর্থতার কারণেই।

বিজ্ঞাপন

তবে হেরেও আফসোস নেই বাংলাদেশের। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ বলেছেন, যেভাবে খেলে আজ হেরেছে ভবিষ্যতেও এমন ক্রিকেটই খেলবে বাংলাদেশ। নিজেদের আক্রমণাত্মক মানসিকতা পাল্টানোর চিন্তা নেই বলেছেন দুজনই।

আজ আগে ব্যাটিং করে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৪১ রানে পঞ্চম উইকেট হারানো বাংলাদেশ ৭১ রানে হারিয়ে ফেলে সপ্তম উইকেট। তবে দ্রুত উইকেট হারিয়ে ফেললেও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহতই ছিল টাইগারদের। তাতে অবশ্য আগের ম্যাচগুলোর মতো আজ সফল হতে পারেনি সাকিব আল হাসানের দল। তবে আজ সাফল্য না পেলেও ভবিষ্যতেও এই আক্রমণাত্মক ধারা অব্যাহত থাকবে বলছেন সাকিব।

ম্যাচ শেষে অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের মানসিকতা বদলাতে চাই না। আমরা ভালো দল হওয়ার জন্য এভাবেই (আক্রমণাত্মক) ক্রিকেট খেলে যেতে চাই। আমরা ভালো ব্যাটিং করিনি। কিন্তু এটা হতেই পারে। আমরা যদি একই রকম আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলি, কখনো কখনো ফল আসবে না, এটা মেনে নিতে হবে।’

দলের পক্ষে সংবাদ সম্মেলনে এসে তারকা পেসার তাসকিন আহমেদও বলেছেন একই কথা, ‘আজ হয়তো আমাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। কিন্তু এমন আক্রমণাত্মক ইনটেন্ট না থাকলে আগের দুটি ম্যাচে ২০০ হতো না, এটা সত্যি কথা, যেটা আমাদের বুঝতে হবে। আমরা যদি ভবিষ্যতে টি-টোয়েন্টিতে ভালো করতে চাই, আমাদের (এই) ইনটেন্ট থাকতে হবে। বোলার, ব্যাটসম্যান সবাইকেই আগ্রাসী মানসিকতা নিয়ে এগোতে হবে। কিছু কিছু দিন হয়তো এ রকম ইনটেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে এগোব।’

তাসকিন বলেন, ‘এমন নয় যে ভয়ডর নিয়ে থাকব। ভবিষ্যতে এটা আমাদের সাহায্য করবে। ব্যর্থ হওয়ার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা—এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর