Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইটওয়াশের লক্ষ্যে দুই পরিবর্তনে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৩ ১৩:৩৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৪:৫৮

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার আইরিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে চট্টগ্রামে তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে ঢুকেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আর অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের বদলে জায়গা পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম দুই ম্যাচে রেকর্ড গড়ে জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই দাপুটে ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত ছিল টিম টাইগার্স। সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটকরতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রানের পাহাড়সম পুঁজি গড়ে বাংলাদেশ। এরপর বৃষ্টির হানায় আইরিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রানের। আয়ারল্যান্ড নির্ধারিত ৮ ওভারে ৮১ রানে থামলে বাংলাদেশ জয় পায় ২২ রানের।

দ্বিতীয় ম্যাচে লিটন দাসের ১৮ বলে রেকর্ড গড়া ফিফটি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি হিল ১৭ ওভারের। এদিন বাংলাদেশ ১৭ ওভারে ৩ উইকেটে করে ২০২ রান। বল হাতে সাকিব আল হাসানের পাঁচ উইকেটে আইরিশরা ৯ উইকেটে ১২৫ রানে থামে। এতেই ৭৭ রানের জয় পায় বাংলাদেশ। আর নিশ্চিত হয় সিরিজেরও।

বাংলাদেশ একাদশ—

লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন  ও হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ড একাদশ—

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেকটর, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলনে, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ম্যাথিউ হাম্ফ্রিস এবং বেঞ্জামিন হোয়াইট।

সারাবাংলা/এসএস

টস তৃতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর