চট্টগ্রামে ৫ উইকেট নিয়ে সাকিবের ইতিহাস
২৯ মার্চ ২০২৩ ১৭:৪৮ | আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৮:৩১
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ১৩১ উইকেট ছিল সাকিবের নামের পাশে। নিউজিল্যান্ডের টিম সৌদি ১৩৪ উইকেট নিয়ে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন। তবে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি টাইগার অধিনায়ক।
১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারীর রেকর্ড দখলে রেখেছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। এরপরেই অবস্থান ছিল সাকিবের। আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগে ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ১৩১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন সাকিব।
তবে সিরিজের প্রথম ম্যাচে কোনো উইকেট পাননি সাকিব। তাই শীর্ষস্থান দখলে নিতে সাকিবের অপেক্ষা বাড়ে আরেকটু। তবে অপেক্ষার প্রহর বেশি বাড়তে দেননি তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওভারের ভেতর পাঁচ উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। আর তাতেই চড়ে বসেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকার শীর্ষে।
সাকিবের স্টাম্প তাক করে ডেলিভারির লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে যান জর্জ ডকরেল। রিভিউ নিয়েও রক্ষা হয়নি। ৩ বলে তিনি করেন ২ রান। এই উইকেটেই সাউদিকে ছাড়িয়ে যান সাকিব।
ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান হ্যারি টেক্টর। বড় শট খেলার আশায় মেরেছিলেন সজোরে। কিন্তু ব্যাটে খেলতে পারেননি। আঘাত হানে লেগ স্টাম্পে। ১৬ বলে তিনি করেন ২২ রান। এতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন সাকিব।
৮০ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।
সারাবাংলা/এসএস
দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সাকিব আল হাসান