Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলকে সিংহাসনচ্যুত করে শীর্ষে উঠে বসতে যাচ্ছে আর্জেন্টিনা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৩ ১৪:৫৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৪:৫৭

স্বপ্নের সময় কাটছে লিওনেল মেসির আর্জেন্টিনার। ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে গত ডিসেম্বরে স্বপ্নের বিশ্বকাপ শিরোপা জিতেছে দলটি। বিশ্বকাপের আগেও রীতিমতো অপ্রতিরোধ্য ছিল লিওনেল মেসির দল। সেই ধারা অব্যাহত বিশ্বকাপের পরও। দুদিনের ব্যবধানে পরপর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় জয় পেল আর্জেন্টিনা। তবে এতোকিছুর মধ্যে একটা ‘আক্ষেপ’ বয়ে বেড়াতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। সেটা হলো ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা এখনো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের নিচে।

বিজ্ঞাপন

গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পরা ব্রাজিল আছে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে। পাঁচবারে বিশ্বচ্যাম্পিয়নরা র‌্যাংকিংয়ের শীর্ষে আছে অনেকদিন যাবতই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে র‌্যাংকিংয়ের দুই নম্বরে। আর্জেন্টাইনদের এই ‘আক্ষেপ’ অচিরেই ঘুচতে যাচ্ছে!

ফিফা র‌্যাংকিংয়ের পরবর্তী হালনাগাদেই ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষে উঠে বসবে আর্জেন্টিনা- এমন খবরই দিচ্ছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’। ফিফা র‌্যাংকিংয়ের পরবর্তী হালনাগাদ হবে আগামী এপ্রিলে।

ফিফার র‌্যাংকিংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। অতীত পারফরম্যান্স, র‌্যাংকিংয়ে অবস্থান, বিশ্বকাপে অংশ নেওয়া এবং আরও কিছু বিষয়কে বিবেচনায় নিয়ে র‌্যাংকিংয়ের স্কোরিং করা হয়। ক্লারিন বলছেন, সবকিছু বিবেচনা করেই হিসেব কষেছে তারা। যাতে আসন্ন হালনাগাদে শীর্ষে উঠতে যাচ্ছে আর্জেন্টিনা।

১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে বর্তমানে র‌্যাংকিংয়ের শীর্ষে আছে ব্রাজিল। দুই নম্বরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮৩৩.৩৮, তিনে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৮২৩.৩৯।

ব্রাজিল কদিন আগে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে। আর্জেন্টিনা পরপর দুই ম্যাচ জিতল পানামা ও কুরাসাওকে। এদিকে ফ্রান্স নেদারল্যান্ডসকে ৪-০ গোল বিধ্বস্ত করার পর আয়ারল্যান্ডকে হারিয়েছে ১-০ গোলে। ক্লারিন এর হিসেব মতে, আগামী র‌্যাংকিং হালনাদাদে ব্রাজিল নেমে যাবে তিন নম্বরে। আর্জেন্টিনা শীর্ষে উঠে বসবে আর ফ্রান্স তিন থেকে উঠে বসবে দুই নম্বরে।

সারাবাংলা/এসএইচএস

ফিফা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর