প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
২৭ মার্চ ২০২৩ ১৩:৩৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১৪:৩৮
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-০’তে জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। এবার চট্টগ্রামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি মাঠে গড়াচ্ছে সোমবার (২৭ মার্চ)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।
টি-টোয়েন্টি ফরম্যাটের আগের সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে আইরিশদের বিপক্ষে ফুরফুরে মেজাজে টাইগার শিবির। ইংলিশদের তুলনায় আয়ারল্যান্ড অনেক পেছনের সারির দল। এক দিনের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তারা। ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি সিরিজেও সেভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে না। প্রভাব বিস্তার করে খেলে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারবেন সাকিবরা।
দুই দলের শেষ চার দেখায় তিনবারই বিজয়ীর হাসি হেসেছে টাইগাররা। আর আয়ারল্যান্ড শেষবার ২০০৯ সালে বাংলাদেশকে হারিয়েছিল টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল আইরিশরা।
বাংলাদেশ একাদশ—
লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ—
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেকটর, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলনে, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়ং, গ্রাহাম হিউম এবং বেঞ্জামিন হোয়াইট।
সারাবাংলা/এসএস