স্বাধীনতা দিবসে বাংলাদেশকে স্মরণ করলেন রোনালদোরা
২৬ মার্চ ২০২৩ ২০:০১ | আপডেট: ২৬ মার্চ ২০২৩ ২০:০৪
বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল সমর্থকের যে অভান নেই সেটা বিশ্বকাপ এলেই বুঝা যায়। গত বিশ্বকাপে লিওনেল মেসি, নেইমারের নামে স্লোগানে শহর-গ্রাম কাঁপিয়েছেন বাঙালিরা। এতে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালানিকেও। এদেশে ফুটবলের আরেক মহা-তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তও কিন্তু কম নেই।
প্রায় দেড় যুগ ইউরোপীয় ফুটবলে রাজত্ব করে সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন রোনালদো। তাতে স্বাভাবিকভাবেই রোনালদোর বাংলাদেশি সমর্থকরা আল-নাসরের খোঁজখবর রাখতে শুরু করেছেন। বিষয়টি নিশ্চয় নজর এড়ায়নি আল-নাসর কর্তৃপক্ষের। সেই কারণেই কিনা বাংলাদেশকেও স্মরণ করল ক্লাবটি।
আজ ২৬শে মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। মহান এই দিবসে বাংলাদেশকে স্মরণ করেছে রোনালদোর ক্লাব আল-নাসর। বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে ক্লাবটি।
নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং দিয়ে একটি ছবি বানিয়ে লিখেছে, ‘বাংলাদেশ, স্বাধীনতা দিবস ২৬.০৩.২৩।’
ক্লাবটি ক্যাপশনে লিখেছে, ‘শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।’
সারাবাংলা/এসএইচএস