Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের ‘জীবন সহজ’ করে দিয়েছে পেস বোলিং ডিপার্টমেন্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ২২:০৮ | আপডেট: ২৪ মার্চ ২০২৩ ০১:৩৭

স্পিন নির্ভর বোলিং আক্রমণের দল হিসেবে পরিচিতি ছিল বাংলাদেশের। সেই দলটার বোলিং আক্রমণে এখন পেস আধিপত্য। অনেকদিন যাবত পেসাররাই বাংলাদেশের বোলিংয়ের মূল শক্তি। আয়ারল্যান্ড সিরিজে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট।

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বোলিং করার সুযোগ পায়নি বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচেই ১৬ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি পেসাররা। আজ তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের দশ উইকেটই তুলে নিয়েছেন বাংলাদেশি পেসাররা। যে কীর্তি আগে গড়তে পারেনি বাংলাদেশি পেস আক্রমণ। এমন পারফরম্যান্সে অধিনায়ককের নিশ্চয় খুশি হওয়ার কথা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও বেজায় খুশি। বলেছেন, এমন পেস আক্রমণ থাকলে অধিনায়কের জীবন সহজ হয়ে যায়।

বিজ্ঞাপন

আজ তৃতীয় ওয়ানডেতে আগে বোলিং করে আয়ারল্যান্ডকে ১০১ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষের দশটি উইকেটই নিয়েছেন বাংলাদেশি তিন পেসার হাসান মাহমুদ (৫ উইকেট), তাসকিন আহমেদ (৩ উইকেট) ও ইবাদত হোসেন (২ উইকেট)। পরে দশ উইকেটে ম্যাচ জিতেছে তামিম ইকবালের দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেস বোলিং ডিপার্টমেন্টের প্রসংশায় পঞ্চমুখ। বলেছেন, ‘এমন একটা পেস বোলিং বিভাগ থাকলে জীবন সহজ হয়ে যায়। তখন আপনি সব কন্ডিশনে ভালো প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। পুরো পেস বোলিং বিভাগ নিয়েই গর্বিত আমি। হাসান পাঁচ উইকেট পেল বা অন্য কেউ চার বা তিন উইকেট পেল বলে নয়, গোটা সিরিজে তারা যেভাবে বল করেছে, তাতে আমি অত্যন্ত খুশি।’

তবে এমন সাফল্য এমনিতে আসেনি। তামিম বলেছেন, অনেক খেটেছেন তাসকিন, ইবাদত, হাসান মাহমুদরা। এখন তারই ফল পাচ্ছেন, ‘শুধু যদি এটা বলি যে ওরা দুর্দান্ত করেছে, অবিশ্বাস্য খেলেছে, তাহলে ভুল হবে। ওরা মাঠের বাইরে যে পরিমাণ পরিশ্রম করেছে, মাঠে তার ফলাফল পাচ্ছে। ওদের সাফল্য কোনো “ফ্লুক” নয়। ওরা নেটে অনেক কঠোর পরিশ্রম করে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর