Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড গড়েই সিরিজ জিতল টাইগাররা

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৩ ১৮:২৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৩ ০৯:০১

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে একের পর রেকর্ড গড়েই চলেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করে সর্বোচ্চ রানের জয় ছিনিয়ে নেয় টাইগাররা। এরপর দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড পুঁজির দেখা পেলেও শেষ পর্যন্ত ম্যাচ চলে যায় বৃষ্টির পেটে। অতপর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে এসে নিজেদের ইতিহাসের প্রথম ১০ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। আর সিরিজটিও ২-০ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।

বিজ্ঞাপন

আইরিশদের বিপক্ষে অবশ্য জয়ের পথ সহজ করে রেখেছিলেন তিন টাইগার পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন। এই তিন টাইগার পেসারের তোপের মুখে আয়ারল্যান্ড মাত্র ১০১ রানে অল আউট হয়। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসের অর্ধশতক আর তামিম ইকবালের অপরাজিত ৪১ রানের ওপর দাঁড়িয়ে ১৩.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

এর আগে উইকেটের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল কেনিয়ার বিপক্ষে। ২০০৬ সালে খুলনায় কেনিয়াকে ১৫৭ বল হাতে রেখে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছিল টিম টাইগার্স। তবে কেনিয়া ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটের জয় ছিল। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইবার ৯ উইকেটের জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

সিলেট এবার নিজেদের সব রেকর্ড ছাড়িয়ে প্রথমবারের মতো ১০ উইকেটের জয় পেল বাংলাদেশ। সেটিও আবার ২২১ বল হাতে রেখে।

টস হেরে প্রথমে বল করতে নেমে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের বোলিং তোপের মুখে মাত্র ২৬ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তোলে আইরিশরা। তবে সে প্রতিরোধ বেশি বড় হতে দেননি আরেক পেসার ইবাদত হোসেন।

এক ওভারে জোড়া আঘাত হেনে আইরিশ প্রতিরোধ ভাঙেন ইবাদত। এরপর তাসকিন এসে নিজের এক ওভারে নেন দুটি উইকেট। শেষ দুই উইকেট নিজের ঝুলিতে তুলে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এতেই আয়ারল্যান্ড ২৮.১ ওভারে ১০১ রানে অল আউট হয়।

মাত্র ১০২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি দুই টাইগার ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। একের পর এক বল বাউন্ডারিতে আছড়ে ফেলতে শুরু করেন দুই ওপেনার। জয় তখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। সেই সঙ্গে দুই ওপেনারের লড়াই ছিল অর্ধশতক ছোঁয়ারও। কিন্তু রান কম হওয়ায় যে কোনো একজনের পক্ষেই সম্ভব ছিল তা ছোঁয়ার।

বিজ্ঞাপন

আর এই দৌড়ে অধিনায়ক তামিমকে টপকে গেছেন লিটন দাস। ৩৮ বলে ১০টি চারে লিটন অর্ধশতক তুলে নেন। আর তামিম ইকবাল ৪১ বলে ৫টি চার আর দুটি ছয়ে ৪১ রানে অপরাজিত থাকেন। ১৪তম ওভারের প্রথম বলে বাংলাদেশ কাঙ্খিত জয় পেয়ে যায় ১০ উইকেট হাতে রেখেই। আর সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজের তৃতীয়টি জিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ও নিশ্চিত করে টাইগাররা।

সারাবাংলা/এসএস

তামিম ইকবাল তৃতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড বাংলাদেশের জয় লিটন দাস সিরিজ জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর