মুশির দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড পুঁজি
২০ মার্চ ২০২৩ ১৮:০২ | আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৮:২৯
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একের পর এক রেকর্ড গড়েই চলেছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৩৮ রানের পুঁজি দাঁড় করায় টিম টাইগার্স। একদিন পরে এসেই সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড লিখল টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ রানের পুঁজির দিনে টাইগারদের হয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। ইনিংসের শেষ বলে এক রান নিয়ে মাত্র ৬০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক।
অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফিরলে দলের হাল ধরেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। লিটন ৭১ বলে ৭০, শান্ত ৭৭ বলে ৭৩ রান করে ফেরেন। এরপর শুরু হয় তৌহিদ হৃদয় এবং মুশফিকুর রহিমের টর্নেডো। হৃদয় অর্ধশতক থেকে ১ রান দূরে থাকতে আউট হয়ে হতাশ করেন। তবে অপরপ্রান্তে মুশফিকুর রহিমের ঝড় তখনও চলছিল। শেষ পর্যন্ত মিস্টার ডিপেন্ডেবলের ৬০ বলে ১০০ রানের ঝড়ো ইনিংসে ভর করে রেকর্ড গড়া পুঁজি পায় বাংলাদেশ।
খেলা তখন ৫০তম ওভারের। প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফিরলেন ইয়াসির আলী রাব্বি। এরপর তাসকিন আহমেদ ব্যাট হাতে এসে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলেন মুশফিকুর রহিমকে। পরের বলে দুই রান নিয়ে মুশফিক পৌঁছে গেলেন ৯৩-তে। গোটা সিলেট স্টেডিয়াম তখন মুশফিকের ব্যাটের দিকে তাকিয়ে। আজই কি বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি পেয়ে যাবেন মুশি? পরের বলে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে গেলেন ৯৭-তে। ৫ম বলটি থেকে আবারও দুই রান, এবার ৯৯-তে মুশি। শেষ বলে দরকার মাত্র ১ রানের। গ্রাহাম হিউমের করা লো ফুলটস বলটি ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে ভোঁ-দৌড় মুশফিকের। আর তাতেই ছুঁয়ে ফেললেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। মুশফিকুর রহিম দেখলেন ক্যারিয়ারের ৯ম ওডিআই সেঞ্চুরি। আর সেই সঙ্গে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিও।
এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। সেবার ৬৩ বলে চারটি ছয় আর আটটি চারে ১০৪ রান করেন সাকিব। আর আয়ারল্যান্ডের বিপক্ষে ৬০ বলে ১৪টি চার আর দুটি ছয়ে ১০০ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুবই ধীর গতিতে করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। পাওয়ার প্লে’ত শেষ বলে তামিম রান আউট হয়ে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। আউট হওয়ার আগে ৩১ বলে ৪টি চারে ২৩ রান করেন তামিম। এরপর দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। এই জুটি মাত্র ৯৬ বলে তোলে ১০১ রান।
তবে জুটির শতরান পূর্ণ হতেই ফেরেন লিটন দাস। ৭১ বলে ৭০ রান করে লিটন ফেরার পর উইকেটে আসেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে শান্ত জুটি গড়ে ধাক্কা সামলান। তবে সাকিব দলীয় ১৮২ রানের মাথায় ফেরেন মাত্র ১৭ রান করে। এরপর অভিষেক চমকে দেওয়া তৌহিদ হৃদয় উইকেটে আসার পরপরই ফেরেন শান্ত। দলীয় ১৯০ রানের মাথায় শান্ত ফেরেন ৭৭ বলে ৭৩ রান করে।
এরপরেই খেলার নিয়ন্ত্রণ নেন মুশফিকুর রহিম এবং তৌহিদ হৃদয়। ৫ম উইকেটে ঝড় তুলে এই জুটি ৭৮ বলে ১২৮ রান তোলেন। যেখানে হৃদয় ৩২ বলে ৪৮ আর মুশফিকের অবদান ৪৬ বলে ৭৮ রানের। হৃদয় অর্ধশতক থেকে মাত্র ১ রান দূরে থাকতে ফেরেন উইকেটের পেছেন ক্যাচ তুলে দিয়ে। তবে মুশফিক ঝড় তখনও চলছিল। আর তা অব্যাহত ছিল ইনিংসের শেষ পর্যন্ত।
আর মুশফিকের ওপর ভর করেই বাংলাদেশ নিজেদের ওডিআই ইতিহাসের সর্বোচ্চ রানের পুঁজি পায়। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান তোলে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৬০ বলে ১০০ আর তাসকিন ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ড—
বাংলাদেশ: ৩৪৯/৬; ৫০ ওভার; (তামিম ২৩, লিটন ৭০, শান্ত ৭৩, সাকিব ১৭, হৃদয় ৪৯, মুশফিকুর ১০০*, ইয়াসির ৭, তাসকিন ১*); (অ্যাডায়ার ১০-১-৬০-১, হিউম ১০-২-৫৮-৩, ক্যাম্পার ১০-০-৭৩-১, হ্যাম্পারিস ৭-০-৫৯-০, ম্যাকব্রিনে ৯-০-৬৮-০, টেক্টর ৪-০-২৮-০)
সারাবাংলা/এসএস