সিরিজ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০ মার্চ ২০২৩ ১৩:৩৩ | আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৫:১৪
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রেকর্ড ১৮৩ রানের জয় পায় বাংলাদেশ। এবার সিরিজ নিশ্চিতের লক্ষ্যে সোমবার (২০ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আইরশির অধিনায়ক অ্যান্ড্রিউ বালবার্নি।
বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ।
চোটে পড়ে বাংলাদেশ একাদশ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী চৌধুরি রাব্বি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন এবং নাসুম আহমেদ।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রিউ বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলনে, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, কার্টিস ক্যামফার, অ্যান্ডি ম্যাকবির্নে, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম।
সারাবাংলা/এসএস